ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

১৩০ তাড়া করতেই ধুঁকেছে গাজী 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৫ মার্চ ২০২৪   আপডেট: ১৯:৪৮, ১৫ মার্চ ২০২৪
১৩০ তাড়া করতেই ধুঁকেছে গাজী 

লক্ষ্য মাত্র ১৩১। সহজেই তাড়া করে ফেলার কথা। কিন্তু পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এই রান তাড়া করতেও ধুঁকেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

বিকেএসপিতে শুক্রবার টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩০ রানে অলআউট হয় পারটেক্স। তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে লক্ষ্যে পৌঁছে গাজী। 

৫৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মেহেদী মারুফ। তার সঙ্গে ২ রানে অপরাজিত ছিলেন মঈন। এক প্রান্তে মারুফ হাল না ধরলে বিপদ বাড়তো। এ ছাড়া আল আমিন জুনিয় ১৬ ও দুই ওপেনার হাবিবুর রহমান-পিনাক ঘোষ আউট হন সমান ১৬ রানে। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তোফায়েল আহমেদ।

আরো পড়ুন:

এর আগে ব্যাটিং করতে নেমে প্রথম বলে আউট হন মুনিম শাহরিয়ার (০)। পরের ওভারে প্রথম বলে ফেরেন আরেক ওপেনার মিজানুর রহমান (০)। দুই ওপেনারের শূন্যর পর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। 

সর্বোচ্চ ৩২ রান আসে আজমির আহমেদের ব্যাট থেকে। শেষ দিকে ৩০ রানে অপরাজিত থাকেন মোহর শেখ। এ ছাড়া জাহিদুজ্জামান খান ১৪, তানভীর হায়দার ১০ রানে আউট হন। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। গাজীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাহফুজুর রহমান রাব্বি। ৩ উইকেট নেন জয়নুল ইসলাম। 

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়