ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মায়ামির ম্যাচে রোনালদোর নামে স্লোগান, পাত্তা দিলেন না মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৫ মার্চ ২০২৪  
মায়ামির ম্যাচে রোনালদোর নামে স্লোগান, পাত্তা দিলেন না মেসি

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এখন ভিন্ন দুই মহাদেশে খেললেও তাদের দ্বৈরথ যেন জীবন্ত। ব্যাপারটা টের পাওয়া যায় দুইজনের ক্লাবের ম্যাচে। ব্যাপারটা এতোদিন সৌদি আরবে সীমাবদ্ধ থাকলেও এবার পৌছে গেল যুক্তরাস্ট্রেও। মেসির দল ইন্টার মায়ামির ম্যাচের সময় গ্যালারিতে রোনালদোর নাম ধরে স্লোগান দিয়েছে প্রতিপক্ষ সমর্থকরা।

ঘটনাটি ঘটেছে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে মেসির উদ্দেশে ‘রোনালদো, রোনালদো’ স্লোগান দিয়েছেন দর্শকরা। যদিও মেসি বিষয়টি মোটেই পাত্তা দেননি। বরং খেলার দিকেই বেশি মনোযোগ ছিল তার।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচে মায়ামির প্রথম গোলটি লুইস সুয়ারেজকে দিয়ে করানোর পর দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। সেই সময় ন্যাশভিলের সমর্থকেরা ‘রোনালদো, রোনালদো’ বলে চিৎকার করেন। 

আরো পড়ুন:

গ্যালারি থেকে করা এক ভিডিও ক্লিপে বিষয়টি স্পষ্টই শোনা গেছে। সেই ভিডিও ভাইরালও হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মেসি অবশ্য রোনালদোর মতো অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা কোনোরকম প্রতিক্রিয়া দেখাননি। উল্টো নিজের স্বভাবসুলভ গোল উদ্‌যাপন করেছেন।

এর আগে, চলতি বছরের শুরুতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচে মেসির নাম ধরে স্লোগান সহ্য করতে না পেরে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। এর জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞাও পান পর্তুগিজ মহাতারকা।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়