ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সেমিফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৮ মার্চ ২০২৪  
সেমিফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। রোববার রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। তবে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা। ফাইনালে যেতে হলে টপকাতে হবে ম্যানচেস্টার সিটির মতো বাধার দেয়াল।

এদিন ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় মার্ক কুকুরেলা গোল করে এগিয়ে নেন ব্লুজদের। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) কোল পালমারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় লেস্টার সিটি। ৫১ মিনিটে আক্সেল ডিসাসির আত্মঘাতী গোলে ব্যবধান কমে। আর ৬২ মিনিটে স্টেফি মাভিদিদির গোলে ফেরে সমতা। ৭৩ মিনিটে অবশ্য দশজনের দলে পরিণত হয় লেস্টার সিটি। এ সময় তাদের কালুম দোয়েলি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

আরো পড়ুন:

তারপরও চেলসির সঙ্গে দারুণ লড়াই করছিল লেস্টার। কিন্তু শেষ মুহূর্তে (৯০+২ ও ৯০+৮) দুটি গোল হজম করে হেরে যায় তারা। ৯০+২ মিনিটের সময় কার্নি চুকুওমেকা গোল করে ব্যবধান বাড়ান। আর ৯০+৮ মিনিটের সময় ননি মদুয়েকের গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়