বিপ্লবের ছক্কায় শেষ হাসি রূপগঞ্জের
জমজমাট এক ম্যাচ দেখলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৬ রান। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়ায় তাদের রান তখন ৯ উইকেটে ২০৪।
শেষ ওভার করতে এসে কাজী অনিক ইসলাম প্রথম তিন বলে কোনো রান দেননি। আমিনুল ইসলাম বিপ্লব নিতে পারেননি কোনো রান। দ্বিতীয় বলে কভারে ক্যাচের সুযোগও তৈরি করেছিলেন অনিক। কিন্তু ফিল্ডার লুফে নিতে পারেননি।
চতুর্থ বলে রূপগঞ্জ পেয়ে যায় জয়। অনিকের হাফ ভলি বল লং অন দিয়ে উড়িয়ে মারেন বিপ্লব। হাওয়ায় ভেসে বল যায় বাউন্ডারির বাইরে। ওই ছক্কায় বিপ্লব শুধু দলকে ১ উইকেটে জয় এনে দেননি, তুলে নেন নিজের ফিফটি। ৭১ বলে হার না মানা ৫১ রানের ইনিংস খেলে রূপগঞ্জের তৃতীয় জয়ের নায়ক তিনি।
বিকেএসপতি টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং ভালো হয়নি। অধিনায়ক ফরহাদ হোসেনের ৭৪ রানে তারা মামুলী পুঁজি পায়। ফরহাদ ১১৮ বলে ৭ বাউন্ডারিতে ইনিংসটি সাজান। এ ছাড়া মাহফিজুল ইসলাম রবিন ১০৭ বলে করেন ৫১ রান।
বল হাতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে পেসার আব্দুল হালিম ৪০ রানে ৪ উইকেট নেন। এছাড়া ২ উইকেট পেয়েছেন আরেক পেসার আল-আমিন হোসেন।
লক্ষ্য তাড়ায় তৌফিক খান তুষারের ফিফটিতে দারুণ জবাব দিচ্ছিল রূপগঞ্জ। মনে হচ্ছিল তারা সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু ইনিংসের মাঝপথে ব্যাটিংয়ে ছন্দপতন হয়। বিপ্লব বাদে কেউই টিকে থাকতে পারেননি। অবশ্য শহীদুল ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু শেষ দিকে নাটকীয় পরিবর্তনে ম্যাচে উত্তেজনা ছড়ায়। বিপ্লব নিজের স্নায়ু স্থির রেখে দলকে এনে দেন কাঙ্খিত জয়।
লিজেন্ডস অব রূপগঞ্জের এটি তৃতীয় ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্স তিন ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি।
ঢাকা/ইয়াসিন/বিজয়