ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

১২ কোটি টাকা জামানতে জামিন পেলেন দানি আলভেস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২০ মার্চ ২০২৪   আপডেট: ১৭:১৫, ২০ মার্চ ২০২৪
১২ কোটি টাকা জামানতে জামিন পেলেন দানি আলভেস

নৈশক্লাবে তরুণীকে ধর্ষণ মামলায় অবশেষে জামিন পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস। আজ বুধবার তাকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের একটি আদালত।

তবে তার জন্য জামানত হিসেবে রাখতে হয়েছে মোটা অঙ্কের অর্থ, ১ মিলিয়ন ইউরো তথা ১২ কোটি টাকা। পাশাপাশি তার ব্রাজিলিয়ান ও স্প্যানিশ পাসপোর্ট জমা রাখতে হয়েছে। যাতে করে তিনি পালিয়ে যেতে না পারেন। এছাড়াও প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ারও শর্ত দেওয়া হয়েছে তাকে। এগুলো মেনেই জামিন নিয়েছেন সাবেক বার্সা তারকা।

শুধু তাই নয়, জামিনে থাকাকালিন তিনি কোনো অবস্থাতেই ওই তরুণীর সঙ্গে তিনি সাক্ষাৎ করা দূরের কথা কাছেও ঘেষতে পারবেন না।

আরো পড়ুন:

গেল ২২ ফেব্রুয়ারি নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন ব্রাজিলিয়ান ফুটবল দানি আলভেস। তাকে দেওয়া হয় ৪ বছর ৬ মাসের জন্য কারাদণ্ড।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সকালে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে বাথরুমে ধর্ষণ করেন সাবেক বার্সেলোনা তারকা। ওই তরুণীর করা ধর্ষণ মামলায় আলভেস অবশ্য ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে কারাগারে আছেন। এই সময়ের মধ্যে তিনি একাধিকবার জামিন চেয়েও পাননি। অবশেষে পেলেন কাঙ্খিত সেই জামিন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়