ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

অস্ট্রেলিয়া ২১৩, বাংলাদেশ ৯৫ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২১ মার্চ ২০২৪   আপডেট: ১৫:৪০, ২১ মার্চ ২০২৪
অস্ট্রেলিয়া ২১৩, বাংলাদেশ ৯৫ 

ছবি: বিসিবি

২৫ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে বাজেভাবে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে ১১৮ রানে। 

২১ রানে ২ উইকেট হারানোর পর জ্যোতি-সোবহানা এগিয়ে নিচ্ছিলেন দলকে। এই ৪৯ রানের জুটি ভাঙতেই শুরু হয় উইকেটে আসা-যাওয়ার মিছিল। রানআউট হয় তিন-তিনটি। শেষ পর্যন্ত ২১৪ রান তাড়া করতে নেমে ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক জ্যোতি। মুর্শিদা ১৭ ও সোবহানা ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গার্ডনার। এর আগে ব্যাটিং করতে নেমে ২১৩ রান করে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন:

বড় হারের সামনে বাংলাদেশের মেয়েরা 
৭০ থেকে ৮৯! ১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং। সবশেষ উইকেটের মিছিলে স্বর্ণা আক্তার। ৬ রান করেন তিনি। মাঝে তিনজন হয়েছেন রানআউট। ক্রিজে এসে টিকতে পারেননি রাবেয়াও। বাংলাদেশের রান ৮ উইকেটে ৯২। সামনে উঁকি দিচ্ছে বড় হার।

টানা তৃতীয় রানআউটের শিকার হয়ে সাজঘরে জ্যোতি
দাগ স্পর্শ করেছিলেন প্রায়। কিন্তু নিগার সুলতানা জ্যোতি ব্যাটটা মাটি স্পর্শ করালেই হতো। কিন্তু তা করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ফল, তৃতীয় রানআউটের শিকার হয়ে ফেরেন জ্যোতি৷ ৪ রানে ৩ উইকেট হারানোর পর এবার জ্যোতির আউটে বড় হারের সামনে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে ৬৪ বলে ২৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬  উইকেটে ৮৭।

৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম বলে উইকেট হারানোর পর ২১ রানে চলে যায় দ্বিতীয় উইকেট। বিপদের মুহুর্তে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন নিগার সুলতানা জ্যোতি। দুজনে ৪৯ রানের জুটি গড়ে এগোচ্ছিলেন। কিন্তু সোবহানার আউটে ভেঙে যায় জুটি। এরপর ফাহিমা খাতুন এসেই ফেরেন রানআউট হয়ে। লিচফিল্ডের দুর্দান্ত থ্রোতে সাজঘরে ফেরেন ১ রানে। এরপর রান আউট হয়ে ফেরেন রিতু মনিও। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আবার চাপে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৬।

ফারজানা-মুর্শিদার বিদায়ে চাপে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলেই স্কুটের বলে হিলিকে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন এই ওপেনার। ফারজানার বিদায়ের পর জুটি বেঁধেছেন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি।তবে জুটি বেশি বড় হয়নি। অষ্টম ওভারে গার্ডনারের বলে বিদায় নিয়েছেন ১০ রান করা মুর্শিদাও। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান।

শেষ ওভারে কিংয়ের ২৯, চ্যালেঞ্জ ছুঁড়ল অস্ট্রেলিয়া
৪৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১৮৪। ৫০ ওভার শেষে তা দাঁড়ায় ২১৩ রানে! শেষ ওভারে ফাহিমাকে ৪টি ছয় ও১টি চারে আলানা কিং নেন ২৯ রান। তাতেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৮ রান আসে সাদারল্যান্ডের ব্যাট থেকে। কিং মাত্র ৩১ বলে ৪৬ রান করেন। দুজনে অষ্টম উইকেটের জুটিতে ৫৩ রান যোগ করেন।

এ ছাড়া গার্ডনার ৩২, মুনি ২৫ ও হ্যালি ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন-নাহিদা আক্তার।

স্বর্ণার আঘাতের পর অস্ট্রেলিয়ার দেড়শ পার 
জর্জিয়াকে ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। ঝাঁপিয়ে পড়ে স্লিপে দারুণ ক্যাচ নেন রাবেয়া। ২১ বলে ১২ রান করেন এই ব্যাটার। তার আউটের পর চার মেরে অস্ট্রেলিয়াকে দেড়শ রানের পুঁজি এনে দেন সাদারল্যান্ড। আলানা কিংকে নিয়ে এগোচ্ছেন সাদারল্যান্ড। তিনি আছেন ফিফটির কাছাকাছি (৪৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৬০।

অস্ট্রেলিয়ার শতরানের পর নাহিদার আঘাত 
ধ্বস সামলে পাল্টা আক্রমণের চেষ্টা করছিলেন গার্ডনার-সাদারল্যান্ড। দুজনে ৩১ ওভারে দলীয় শতরান পূর্ণ করেন। এরপর দুজনে মেরে খেলার আভাস দেন। ৩২তম ওভারে দুই চারে নেন ১১ রান। এরপরই নাহিদার আক্রমণ। এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন গার্ডনার। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে সর্বোচ্চ ৩২ রান। ৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১১৩।

এবার নাহিদা-ফাহিমার ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া 
২৯ রানে ৩ উইকেট হারানোর পর মুনি-ম্যাকগ্রাথ জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। ১৯ রান না হতেই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার। ম্যাকগ্রাথকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। ম্যাকগ্রাথ আউট হলেও অপর প্রান্তে দারুণ খেলছিলেন মুনি। দিচ্ছিলেন বড় রানের আভাস। তখনি আঘাত হাতেন ফাহিমা। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে খোঁচা দেন মুনি। ২৫ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে অজিদের রান ৮৭।

সুলতানা-মারুফার দুর্দান্ত বোলিং, অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রথম ওভারে মারুফা আক্তারের বিপক্ষে সাবলীল খেলা খেলে অস্ট্রেলিয়া। এক চারে নেয় ৬ রান। দ্বিতীয় ওভারে অধিনায়ক জ্যোতি বল তুল দেন সুলতানার হাতে। অফ স্পিনের জাদুতে প্রথম বলেই শূন্য রানে ফেরান ওপেনার ফোবকে। এরপর হ্যালি-পেরি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও বাধ সাধেন সুলতানা। পেরিকে ২ রানে ফেরান তিনি।

সেই ধাক্কা সামলে না উঠতেই অস্ট্রেলিয়া হারায় গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে বড় ইনিংসের আভাস দেওয়া অজি অধিনায়ক হ্যালিকে ফেরান মারুফা। ২৪ রান আসে তার ব্যাট থেকে। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। ক্রিজে নতুন দুই ব্যাটার মুনে-ম্যাকগ্রাথ। 

টস
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসা অজি মেয়েদের টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক শিবির। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও বিসিবির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান শ্যাট।

সবচেয়ে বড় সিরিজ
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার মতে এই সিরিজটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিরিজ, ‘এখন পর্যন্ত অবশ্যই (ক্যারিয়ারের সবচেয়ে বড় সিরিজ কিনা?)। তারা বিশ্বের অন্যতম সেরা দল ও বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য বলব যে অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য।’ 

প্রথম সিরিজ
বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। এর আগে দুই দল কেবল আইসিসি ইভেন্টেই মুখোমুখি হয়েছে। সেই সংখ‌্যাটাও খুব কম। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে একবার, ২০২০ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার।

ঢাকা/রিয়াদ/এসবি/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়