ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২১ মার্চ ২০২৪  
ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

কাঁধের চোট যাতে বেড়ে না যায় সে জন্য টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিনের চাওয়া অনুযায়ী তাকে অভিজাত সংস্করণের চুক্তিতে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে তাসকিনের বিশ্রাম। তবে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে লড়বে তখন এই পেসার ঘরে বসে বিশ্রামে সময় কাটাবেন না। খেলবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল)। 

খেলার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন তাসকিন। তিনি জানিয়েছেন, ২৩ মার্চ থেকে ঢাকা লিগে খেলতে নামবেন। গত মৌসুমে মোহামেডান থেকে আবাহনীর লিমিটেডে নাম লিখিয়েছিলেন। এবারও ঐতিহ্যবাহী আকাশি-নীল জার্সিধারীদের হয়ে গতির ঝড় তুলবেন। 

আরো পড়ুন:

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন তাসকিন। দলের পক্ষে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি। দুই ম্যাচে নিয়েছেন সমান ৩টি করে উইকেট, আর এক ম্যাচে ২ উইকেট। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজে নেন ৪ উইকেট। 

ওয়ানডে সিরিজ শেষে গত ১৮ মার্চ রাতের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তাসকিন। আপাতত বিশ্রামে সময় পার করছেন। এদিকে তাসকিন যোগ দেওয়ায় আবাহনীর শক্তি আরও বাড়লো। এখন পর্যন্ত ৪ রাউন্ড খেলে সবকটিতেই জয় পেয়েছে ক্লাবটি।  

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়