লিটনের থেকে আস্থার হাত সরাচ্ছেন না হাথুরুসিংহে
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: || রাইজিংবিডি.কম
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো না করায় লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাফ কথা, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে স্কোয়াডের সঙ্গে আর রাখছি না।’ পরিসংখ্যান তার পক্ষেও কথা বলছে না। সর্বশেষ পাঁচ ওয়ানডেতে তিনি রান করেছেন ২২, ৬, ১*, ০ ও ০। আর গত ২০ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও ভারতের বিপক্ষে ৬৬ ছাড়া আর কোনো ফিফটি নেই।
ওয়ানডে থেকে তাকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টির পারফরম্যান্সও সামনে আসছে। যেখানে সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ৩৫, ৪১*, ০, ৩৬ ও ৭। আশানুরূপ পারফরম্যান্সের কারণে লিটনকে বাদ দেওয়া হয়েছিল। সঙ্গে কিছু প্রশ্নও তোলা হয়েছিল। অনুশীলন খুব সিরিয়াস নন লিটন। ম্যাচের আগে নিজের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেন না। এমন কথা শোনা গেছে। ‘অমোনযোগী’ শব্দটাও জুড়ে দেওয়া হয়েছে। সেজন্যই কি টেস্ট প্রস্তুতিতে বাড়তি মনোযোগী লিটন?
অন্তত শেষ দুদিন লিটনের অনুশীলন যারা সিলেটে দেখেছেন তাদের কেউ কেউ বলতে দ্বিধা করছেন না, এমন লিটনকে আগে দেখা যায়নি কখনোই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে শুক্রবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সাদা পোশাকের নিয়মিত মুখ লিটন বুধবার ও আজ কঠোর অনুশীলন করেছেন। লম্বা সময় নেটে ব্যাটিং করে ঘাম ঝরিয়েছেন। আজ সকাল সকাল অনুশীলনে গিয়ে শুরুতে কিছুক্ষণ নকিং করেন। পরে সেন্টার উইকেটে খেলেন থ্রো ডাউন। শেষে গিয়ে স্পিন ও পেস বোলারদের নেটে নিজের ব্যাটিং ঝালিয়ে নেন।
নানা সময়ে কোচের সময়ে আলাদা কথাও বলেছেন এই ব্যাটসম্যান। তার অনুশীলন শেষ হয় মূল মাঠে উইকেট কিপিং অনুশীলন করে। সহকারী কোচ নিক পোথাসের ব্যাট থেকে ছুঁড়ে আসা বল গ্লাভসবন্দী করেছেন লিটন। সঙ্গে ছিল স্লিপ কর্ডন, মুমিনুল, শাহাদাত, মিরাজ। ফিল্ডিংয়ে প্রাণবন্ত অনুশীলনে কেটেছে লিটনের দিন।
দেশের হয়ে সবশেষ দুই টেস্ট খেলেননি লিটন। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। দলে লিটন ফিরেছেন প্রবল চাপ নিয়ে। এখন পারফরম্যান্স না করলে সেই চাপ আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে নিজের সবশেষ টেস্ট ইনিংসে ফিফটি ছোঁয়া এই ব্যাটসম্যানের ওপর আস্থার হাত সরাচ্ছেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লিটন নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন সেই ধারণা তার রয়েছে।
এজন্য তার ওপর বিশ্বাস কোচের, ‘আমি আশা করি সে লাল বলের ক্রিকেটে প্রচুর রান করবে। সে ভালো খেলছে। এটা ভিন্ন বলের খেলা। এখানে সে থিতু হওয়ার জন্য সময় পাবে। আমরা তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ করছি না। সাদা বলের ক্রিকেটে কিছুটা কঠিন সময় কাটিয়েছে বলতে দ্বিধা নেই। আশা করছি সে তার ফর্ম ফিরে পাবে।’
সিলেট/ইয়াসিন/বিজয়