মারুফের গতির ঝড়, রিশাদের ঘূর্ণি জাদু
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে গতির ঝড় তুলে ৪ উইকেট শিকার করেছেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির তরুণ পেসার মারুফ মৃধা। অন্যদিকে শাইনপুকুরের হয়ে ঘূর্ণিজাদুতে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন রিশাদ হোসেন।
ফতুল্লায় বৃহস্পতিবার (২১ মার্চ) টস হেরে ব্যাটিং করতে নেমে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। তাড়া করতে নেমে রিশাদের আক্রমণে মাত্র ১৫১ রানে থামে গাজী টায়ার্স।
সর্বোচ্চ ৪৭ রান করেন শামীম মিয়াঁ। ৩০ রান আসে তাহজিবুল ইসলামের ব্যাট থেকে। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। শাইনপুকুরের হয়ে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ।
এর আগে শাইনপুকুরের কেউ লম্বা ইনিংস খেলতে পারেননি। তবে ছোট-ছোট অবদান দলকে এনে দিয়েছে চ্যালেঞ্জিং পুঁজি। সর্বোচ্চ ৩৮ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। এ ছাড়া মার্শাল আইয়ূব ৩, তানজীদ হাসান তামিম ২৭ রান করেন। মারুফ ৩২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন।
এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি গাজী টায়ার্স। ৪ রাউন্ড খেলে ৪টিতেই হেরেছে দলটি। অন্যদিকে সমান রাউন্ডে শাইনপুকুরের এটি দ্বিতীয় জয়।
ঢাকা/রিয়াদ/বিজয়