ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২২ মার্চ ২০২৪   আপডেট: ১০:১৯, ২২ মার্চ ২০২৪
ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুয়েতের কুয়েত সিটি স্টেডিয়ামে বাংলাদেশকে তারা হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির স্ট্রাইকার ওদেয় দাব্বাঘ। জোড়া গোল করেছেন শিহাব কুম্বর।

এদিন অবশ্য র‌্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে শুরুতে ভালোই লড়াই করেছিল বাংলাদেশ। প্রথমে গোলের সুযোগও তৈরি করেছিল জামাল-ইসারা। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ইসা ফয়সালের বাড়িয়ে দেওয়া ক্রসে হেড নেন ফাহিম। কিন্তু সেটি ব্যর্থ হয়। এরপর ২৬ মিনিটে আরও একটি সুযোগ পায় বাংলাদেশ। এবার ফাহিমের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করতে ব্যর্থ হন সোহেল রানা জুনিয়র।

প্রথমার্ধের শেষদিকে গিয়ে খেই হারায় বাংলাদেশ। ৪৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফিলিস্তিন। এ সময় মাহমুদ আবু ওয়ারদার বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন দাব্বাঘ। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) আরও একটি গোল হয়। এবার গোল করেন শিহাব। তাকেও গোলে সহায়তা করেন আবু ওয়ারদা।

আরো পড়ুন:

বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান হয়ে যায় ৩-০। এ সময় মুসাব আল বাত্তাতের বাড়িয়ে দেওয়া বল থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন শিবাহ। আর ৫৩ মিনিটে দাব্বাঘও পূর্ণ করেন নিজের জোড়া গোল। এ সময় মাহমুদ ঈদের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন তিনি। তাতে ব্যবধান হয় ৪-০।

৭৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে বাংলাদেশের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন দাব্বাঘ। এ সময় ওদেয় খারুবের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করে ফিলিস্তিনকে ৫-০ ব্যবধানে এগিয়ে নেন দাব্বাঘ। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফিলিস্তিন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়