ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

শ্রীলঙ্কার ‘বেশি রানে’ অস্বস্তি বাংলাদেশ শিবিরে

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২২ মার্চ ২০২৪   আপডেট: ১৯:২৩, ২২ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার ‘বেশি রানে’ অস্বস্তি বাংলাদেশ শিবিরে

দিন শেষের গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু বাংলাদেশের মাথায় এখন ২৪৮ রানের বোঝা! শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩২। অথচ টস জিতে বোলিং করতে নেমে শ্রীলঙ্কার ৫ উইকেট বোলাররা তুলে নিয়েছিল ৫৭ রানে। সংখ্যাটা ৬ উইকেটেও হতে পারত। যদি শরিফুল ইসলামের বলে কামিন্দু মেন্ডিসের ক্যাচ মাহমুদুল হাসান জয় স্লিপে তালুবন্দি করতে পারতেন।

ওই ক্যাচ মিসের মাশুল দিয়েছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ২০২ রানের জুটি গড়েন। দুজনই পেয়েছেন সেঞ্চুরি। তাতে স্কোরবোর্ডে বড় পুঁজি পেয়েছে অতিথিরা। সকালের সেশনে ৫ উইকেট হারানোর পরও শ্রীলঙ্কার বেশি রানে অস্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও বোলিং নিয়ে কোনো অভিযোগ নেই। বরং দুই সেঞ্চুরিয়ান মেন্ডিস ও ধনাঞ্জয়া দ্রুত রান তোলায় অস্বস্তি কাজ করছে।

শুক্রবার প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। নিজেদের অবস্থান নিয়ে কোচ বলেছেন, ‘আমরা কিরকম ব্যাটিং করি দেখার আছে। আমি মনে করি, পাঁচ উইকেট হারানোর পর আমরা বেশি রান দিয়ে দিয়েছি। যদিও উইকেট ভালো ছিল। কোনো অসুবিধা হয়নি। বল খুব সুন্দর ব্যাটে এসেছে। আমাদেরকে তাই ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি এখনও নাগালের বাইরে যায়নি তবুও দেখতে হবে আমরা কেমন ব্যাটিং করি।’

আরো পড়ুন:

দিনের শুরুতে সরাসরি থ্রোতে রান আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তাইজুলের থ্রো একটুর জন্য বেরিয়ে যায়। এরপর জয়ের ক্যাচ মিস দলকে পোড়ায়। এই দুটি সুযোগ নিলে দলের অবস্থান আরো ভালো থাকতো বলে বিশ্বাস করেন অ্যাডামস,‘হতাশার যে আমরা দুটি সুযোগ নিতে পারিনি। যদি নিতে পারতাম দিনটা আমাদের হতে পারত। মধ্যাহ্ন বিরতির আগেই আমরা ৭ উইকেট তুলে নিতে পারতাম।’

দলের পারফরম্যান্স একেবারেই যে হতাশার তা নয়। পড়ন্ত বিকেলে ৩২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন নড়বড়ে। বোলিং যে প্রচেষ্টা দেখিয়েছে বাংলাদেশ তাতে খুশি অ্যাডামস, ‘তরুণ পেস আক্রমণে যারা ছিল প্রত্যেকে ভালো করেছে। বিশেষ করে তারা একেবারেই অনভিজ্ঞ। চেষ্টার ত্রুটি রাখেনি। আরো ভালো কিভাবে করা যায় সেটা দেখতে হবে। শ্রীলঙ্কা যেভাবে খেলেছে সেভাবেই তাদের খেলার কথা। তারা আমাদের ওপর চড়াও হবে। আমরা নিজেদেরকে আরো ভালোভাবে কিভাবে ফুটিয়ে তুলতে পারি সেখানেই কাজ করতে হবে।’

সিলেট/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়