ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

দুইশ ছাড়ানো লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৩ মার্চ ২০২৪   আপডেট: ১৯:২১, ২৩ মার্চ ২০২৪
দুইশ ছাড়ানো লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো শ্রীলঙ্কা

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে  ২১১ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সফরকারীদের তিনশর আগে গুটিয়ে দিয়েও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ।বাংলাদেশের ইনিংস থেমেছে থামে ১৮৮ রানে। ৯২ রানের লিড পায় শ্রীলঙ্কা।

শরিফুল ফেরালেন করুনারত্নেকে

আরো পড়ুন:

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও এক প্রান্ত আগলে আছেন ধনঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ দিমুথ করুনারত্নে। ফিফটিও করে ফেলছিলেন। তবে পঞ্চাশ ছুঁতেই তাকে ফেরালেন শরিফুল ইসলাম। বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে নাহিদ রানার হাতে ধরা পড়েন তিনি।

৭ চার ও ১ ছক্কায় ১০১ বলে ৫২ রান করে ফিরেছেন করুনারত্নে। তার বিদায়ে ভেঙেছে ধনঞ্জয়া সঙ্গে ৪৯ রানের পঞ্চম উইকেট জুটি। এই জুটিতে দুইশ ছাড়িয়েছে শ্রীলঙ্কার লিড। নাইটওয়াচম্যান হিসেবে নেমেছেন বিশ্ব ফার্নান্দো।

৩৪ বলে ১৯ রানে খেলছেন ধনঞ্জয়া। ৩২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৩ রান। লিড ২০৫ রান।

তাইজুলের পর মিরাজের আঘাত, চান্দিমালের বিদায়

তাইজুলের আঘাতের রেশ কাটতে না কাটতেই আবারও লঙ্কান শিবিরে আঘাত হেনেছে বাংলাদেশ। এবার মিরাজের স্পিনে কুপোকাত দীনেশ চান্দিমাল।

অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি চান্দিমাল। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলেও সংশয়ে ভুগছিলেন শান্ত। তবে তার সন ধারণা ভুল প্রমাণিত করে জিতে যায় বাংলাদেশ।

রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে আঘাত করত বল। ফলে রানের খাতা খোলার আগেই বিদায়ঘণ্টা বাজে চান্দিমালের।

১৯.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। তাদের লিড এখন ১৫৬ রানের।

ক্রিজে নতুন ব্যাটসম্যান ধানাঞ্জয়া ডি সিলভা। ৬০ বলে ২৮ রানে খেলছেন দিমুথ কারুনারাত্নে।

তাইজুলে ফিরলেন ম্যাথিউস

অফ স্টাম্পের বাইরে টার্ন ও বাউন্স করা ডেলিভারিতে কট বিহাইন্ড হলেন ম্যাথিউস। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ নিলেন লিটন কুমার দাস।

২৪ বলে ২২ রান করে ফিরলেন ম্যাথিউস। তার বিদায়ে ভাঙল ২৮ রানের জুটি। ক্রি

কুশলকে ফেরালেন নাহিদ রানা

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে নাহিদ রানার আঘাতে শুরুতেই উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। চা বিরতির পর আবারও লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন নাহিদ। এবার তার শিকার কুশল মেন্ডিস।

নাহিদের করা বাউন্সার পুল করতে গিয়েও শেষ মুহূর্তে ছেড়ে দিতে গিয়ে ব্যাট ছুইয়ে দেন কুশল। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় লিটন কুমার দাসের গ্লাভসে।

১০ বলে ৩ রান করে ফিরেছেন মেন্ডিস। চার নম্বরে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪২ বলে ১৮ রানে খেলছেন কারুনারাত্নে।

১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান। তাদের লিড এখন ১২৫ রানের।

এক উইকেট হারিয়ে চা বিরতিতে শ্রীলঙ্কা

বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট করে ৯২ রানের লিড পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা। এই লিড নিয়ে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত করেন এই টেস্টে অভিষেক হওয়ার পেসার নাহিদ রানা। দলীয় ১৯ রানের মাথায় তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নিশান মাদুশকা। ২০ বল খেলে ১ চারে ১০ রান করে গেছেন তিনি। এরপর চা বিরতিতে যায় উভয় দল। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার লিড হয়েছে ১১১ রান।

১৮৮ রানে অলআউট বাংলাদেশ:

খালেদ আহমদ ও শরীফুল ইসলামের মারমুখী ব্যাটিংয়ের পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৮ রানে। তাতে শ্রীলঙ্কা লিড পেয়েছে ৯২ রানের।

বাংলাদেশের ইনিংসে তাইজুল সর্বোচ্চ ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন লিটন। ২২টি রান আসে খালেদের ব্যাট থেকে। আর ১৫ রান করেন শরীফুল।

বল হাতে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন রাজিথা ও লাহিরু কুমারা।

মিরাজের বিদায়ের পর খালেদ-শরীফুলের প্রতিরোধ:

১৪৭ রানের মাথায় অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। রাজিথার তৃতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ৩৪ বলে ১ চারে ১১ রান আসে তার ব্যাট থেকে। এরপর প্রতিরোধ গড়েন দুই পেসার খালেদ আহমদ ও শরীফুল ইসলাম। ৫.১ ওভারে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেছেন ৩৯ রান। দুজনেই ২টি করে ছক্কা হাঁকিয়েছেন। খালেদ ২০ রানে ও শরীফুল ১৫ রানে ব্যাট করছেন।

রাজিথা ফেরালেন লড়াকু তাইজুলকে:

৩১ রানেই ৩ উইকেট হারানোর পর শেষ বিকেলে নাইটওয়াচ ম্যান হিসেবে মাঠে নামেন তাইজুল। নবম ওভারে মাঠে নামা তাইজুল আজ দ্বিতীয় সেশনে আউট হলেন ৪০তম ওভারে। ৮০ বল খেলে ৬ চারে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলে কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েন। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল অপরাজিত ৩৯। তাতে ১৪০ রানের মাথায় সপ্তম উইকেট পড়ে বাংলাদেশের। মিরাজের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম।

লিটনকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ:

আগেরদিন তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারালো আরও তিন উইকেট। আউট হয়ে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু ও লিটন কুমার দাশ। তাতে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার থেকে পিছিয়ে আছে ১৪৮ রানে। আজকের প্রথম সেশনের তিনটি উইকেটই নিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা।

দলীয় ৮৩ রানের মাথায় শাহাদাত হোসেন দীপু ফেরার পর নাইটওয়াচ ম্যান তাইজুলের সঙ্গে এসে যোগ দেন লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ৪১ রান। তাতে বাংলাদেশের সংগ্রহ শতরান পেরোয়। এরপর দলীয় ১২৪ রানের মাথায় কুমারার বলে বোল্ড হয়ে যান লিটন। ৪ চারে ২৫ রান করে যান টপ অর্ডার এই ব্যাটসম্যান।

তাইজুলের সঙ্গে এসে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল ৪১ ও মিরাজ ২ রান নিয়ে বিরতিতে গিয়েছেন।

পাঁচ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ:

মাহমুদুল হাসান জয়ের পর এবার ফিরলেন নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুও। তাইজুলের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ৮৩ রানের মাথায় লাহিরু কুমারার করা ২২তম ওভারের শেষ বলে আউট হন দীপু। কুমারার অতিরিক্ত বাউন্সের বল তার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে ধনঞ্জয়ার তালুবন্দি হয়। ২৬ বল খেলে ৩ চারে ১৮ রান করে যান দীপু। তাইজুলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস।

দিনের শুরুতেই ফিরলেন জয়:

৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলে প্রথমদিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনেই শুরুতেই উইকেট হারিয়েছে। সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। দলীয় ৫৩ রানের মাথায় লাহিরু কুমারার বলে তৃতীয় স্লিপে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি। ৪৬ বল খেলে ১ চারে ১২ রান করে যান জয়। তাইজুলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের খেলা শুরু:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। প্রথমদিনেই ১৩ উইকেটের পতন ঘটে। প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৬৮ ওভারে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

এরপর শেষ বিকেলে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। ৩২ রান তুলে দিন শেষ করে। মাহমুদুল হাসান জয় ৯ রানে ও তাইজুল ইসলাম শূন্যরানে দিন শেষ করে এসেছিলেন। আজ শনিবার দ্বিতীয় দিনে তারা দুজন ব্যাট করতে নেমেছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়