ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্রথমবার আইসিসিতে চার বাংলাদেশি নারী আম্পায়ার, একজন রেফারি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৩ মার্চ ২০২৪   আপডেট: ১৯:২৭, ২৩ মার্চ ২০২৪
প্রথমবার আইসিসিতে চার বাংলাদেশি নারী আম্পায়ার, একজন রেফারি

সাথিরা জাকির জেসির সঙ্গে ডলি রানি সরকার ও চম্পা চাকমা (বাম থেকে) । ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার বাংলাদেশি নারী আম্পায়ার। এ ছাড়াও এক বাংলাদেশি নারীকে ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়েছে। 

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। বাংলাদেশি নারী আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভূক্ত করার বিষয়টি এক বার্তায় বিসিবিকে জানিয়েছে আইসিসি।

ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়া চার নারী আম্পায়ার হলেন— সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। আর ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হয়েছেন সুপ্রিয়া রানী দাস।

আরো পড়ুন:

পুরুষ ও নারী আম্পায়ারদের মানোন্নয়নে আইসিসির সঙ্গে যুক্ত হয়ে নানা পদক্ষেপ নিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটি। কদিন আগেই সাথিরা জেসি ও মিশু চৌধুরীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এর মধ্যেই এলো আইসিসির ডেভলপমেন্ট প্যানেলে বাংলাদেশি নারী আম্পায়ারদের যুক্ত করার সংবাদ। বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়