ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কোপা আমেরিকায় যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ২০:৩৬, ২৪ মার্চ ২০২৪
কোপা আমেরিকায় যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকার খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে গ্রুপ পর্বের দলগুলো। তাতে আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপের সবশেষ দল হিসেবে নাম লিখিয়েছে কানাডা ও কোস্টা রিকা। 

ত্রিনিদাদ ও টোবাগোকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার টিকিট নিশ্চিত করেছে কানাডা। তারা পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়াও গ্রুপের বাকি দুই দল হিসেবে আছে পেরু ও চিলি।

আগামী জুনের ২০ তারিখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ও কানাডা।  জুনের ২৫ তারিখ নিউ জার্সিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবেন মেসিরা। গ্রুপে তাদের শেষ ম্যাচ পেরুর বিপক্ষে জুনের ২৯ তারিখ ফ্লোরিডাতে।

আরো পড়ুন:

এদিকে আসরের আরেক ফেভারিট ব্রাজিল রয়েছে গ্রুপ ডি-তে। তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে-অফ থেকে আসা আরেক দল কোস্টা রিকা।

কোপা আমেরিকার গ্রুপ
গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টা রিকা

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়