ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পারলেন না পুরান, বোলারদের বীরত্বে জিতলো রাজস্থান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ২১:৩০, ২৪ মার্চ ২০২৪
পারলেন না পুরান, বোলারদের বীরত্বে জিতলো রাজস্থান

ক্যারিবিয়ান কোনো ক্রিকেটার ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত থাকবেন আর তার দল হারবে, এ যেন কল্পনাও করা যায় না। তবে আজ শেষ পর্যন্ত অপরাজিত থেকেও দলকে জেতাতে পারলেন না লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ব্যাটার নিকোলাস পুরান। রাজস্থান রয়্যালসের কাছে তার দল হেরেছে ২০ রানের ব্যবধানে।  

ম্যাচে প্রথমে ব্যট করে সাঞ্জু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় রাজস্থান। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্ণৌকে ১৭৩ রানে আটকে দিয়েছে দলটি। শেষ পর্যন্ত ক্রিজে থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি নিকোলাস পুরান।

১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটারকে হারায় লক্ষ্ণৌ। ৪ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি কক। দেবদূত পাডিকাল কোনো রান করার আগেই আউট হন। ১ রান করেন আয়ুস বাদনি। চতুর্থ উইকেটে অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুডা যোগ করেন ৪৯ রান।

এরপর হুডা ২৬ রান করে ফিরে গেলে নিকোলাস পুরানকে নিয়ে আরও ৮৫ রান যোগ করেন রাহুল। হাফ সেঞ্চুরির পর ৪৪ বলে ৫৮ করে আউট হয়ে যান তিনি। এরপর মার্কাস স্টইনিসও ফিরে গেলে চাপে পড়ে দলটি। সেই চাপ আর জয় করা হয়ে ওঠেনি তাদের। পুরান ৪১ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।

রাজস্থানের পক্ষে টেন্ট বোল্ট দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল ও সন্দ্বীপ শর্মা। 

এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৩ রানেই ওপেনার জস বাটলার বিদায় নেন। যশস্বী জয়সওয়াল ফিরেছেন ২৪ রান করে। এরপর দলের হাল ধরেন অধিনায়ক সাঞ্জু স্যামসন ও রায়ান পরাগ। এই দুজনে তৃতীয় উইকেটে ৫৯ বলে যোগ করেছেন  ৯৩ রান। মূলত এই দুজনের ব্যাটেই বড় পুঁজি নিশ্চিত করে দলটি।

পরাগ আউট হয়েছেন ২৯ বলে ৪৩ রান করে।শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে রাজস্থানকে বড় পুঁজি এনে দেন স্যামসন। তাকে সঙ্গ দেন ধ্রুব জুরেল, খেলেন ১২ বলে ২০ রানের ক্যামিও।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ২টি উইকেট নিয়েছেন নাভিন উল হক। একটি করে উইকেট নিয়েছেন মহসিন খান ও রবি বিষ্ণই।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়