ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সিলেটের পর চট্টগ্রাম টেস্ট জিততে উন্মুখ শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৫ মার্চ ২০২৪  
সিলেটের পর চট্টগ্রাম টেস্ট জিততে উন্মুখ শ্রীলঙ্কা

টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার যাত্রাটা ভালোভাবে শুরু হয়নি। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিলেটে টেস্ট খেলতে নামে লঙ্কানরা। নতুন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। দলকে এগিয়ে নেওয়া, নিজে পারফর্ম করার চ্যালেঞ্জ। চারদিনের লড়াই শেষে হাসি ফুটেছে তাদের মুখে। শ্রীলঙ্কার ‘মিশন কমপ্লিট’। বাংলাদেশকে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুলেছে তারা। এবার তাদের লক্ষ্য চট্টগ্রাম টেস্ট।

সিলেট টেস্টকে ঘিরে তাদের সব পরিকল্পনা কাজে লেগেছে। সামনে এখন তাদের সব কিছু চট্টগ্রাম টেস্টকে ঘিরে। ম্যাচ শেষে দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান কোথায় আছে সেটা দেখার চেয়েও আমি মূলত তাকিয়ে আছি ম্যাচ বাই ম্যাচ উন্নতিতে। এই ম্যাচটা শেষ হয়েছে। আমি এখন পরবর্তী ম্যাচে তাকিয়ে। সামনে ম্যাচে আমরা কি করতে পারি সেদিকে নজর আমাদের। ম্যাচটি জিততে আমাদের পরিকল্পনা করতে হবে। আমাদের ফলাফলের ওপরই আমাদের র‌্যাংকিং নির্ভর করছে। এজন্য একটি ম্যাচকে ঘিরেই আমাদের সব পরিকল্পনা।’

এই টেস্টে শ্রীলঙ্কার পেসাররা ২০ উইকেট পেয়েছে। উপমহাদেশে এই প্রথম এক টেস্টে তাদের তিন পেসার ২০ উইকেট পেয়েছে। নিজেদের পরিকল্পনা কাজে লাগায় দারুণ খুশি ধনাঞ্জয়া, ‘আমরা উইকেট যখন দেখলাম তিন পেসার নিয়ে নামার সিদ্ধান্ত নেই। আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। দিনকে দিন পেস বোলাররা নিজেদেরকে ঠিকঠাক মেলে ধরেছে। তারা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। আমরা তিন পেসার দেশের মাটিতেও খেলাই। নতুন বলে উইকেটে মুভমেন্ট থাকে। ওরা উইকেট পেলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়।’

আরো পড়ুন:

এবারই প্রথম দেশের বাইরে অধিনায়কত্ব করেছেন ধনাঞ্জয়া। জয়ে শুরু করায় খুশি লঙ্কান দলপতি, ‘আমি এ-দল এবং শ্রীলঙ্কার ক্লাব ক্রিকেটের দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়কত্ব আমার জন্য নতুন নয়। দলে তিনজন সাবেক অধিনায়ক এবং ওয়ানডের অধিনায়ক রয়েছে। তারা আমাকে সহযোগিতা করছে। ম্যানেজমেন্ট আমার পাশে আছে। আমার জন্য অধিনায়কত্ব চাপ নয়। দারুণ সুযোগ। ভালো সময় যাচ্ছে আমার।’

এই ম্যাচে প্রাপ্তির খাতা ভরপুর ধনাঞ্জয়ার। দলকে জেতানোর পাশাপাশি অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির অনন্য কীর্তি করেছেন। আগে যা করতে পারেনি কোনো শ্রীলঙ্কান দলনেতা।

সিলেট/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়