ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চট্টগ্রাম টেস্টে রাজিথার জায়গায় আসিথা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১১:৪৩, ২৮ মার্চ ২০২৪
চট্টগ্রাম টেস্টে রাজিথার জায়গায় আসিথা

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে হারাতে দারুণ অবদান রাখেন কাসুন রাজিথা। তবে শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ। এই পেসারকে দ্বিতীয় টেস্টে পাবে না তারা। সিলেট টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন না। তাই দ্বিতীয় টেস্টে তার জায়গায় আসিথা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) জানিয়েছে, কাসুন রাজিথা দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তিনি প্রথম টেস্টে পিঠের বাম পাশের ওপরের অংশের ইনজুরিতে পড়েন। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে আসবেন।’

আসিথাও ইনজুরিতে ছিলেন। যে কারণে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েন। কিন্তু ধারনার চেয়ে দ্রুততম সময়ে তিনি ইনজুরি থেকে সেরে ওঠেন এবং দ্বিতীয় টেস্টের দলে জায়গা করে নিলেন।

আরো পড়ুন:

এই পেসার এ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১৩ টেস্ট খেলে ২৬.৮৫ গড়ে উইকেট নিয়েছেন ৪১টি। বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট রেকর্ড খুব ভালো। এর আগে দুই টেস্ট খেলে ১৬.৬১ গড়ে নিয়েছেন ১৩ উইকেট। সে কারণেই তাকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়