ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

শামীমের বিস্ফোরক ইনিংসে মাশরাফিদের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১৬:৫০, ২৮ মার্চ ২০২৪
শামীমের বিস্ফোরক ইনিংসে মাশরাফিদের জয়

ঢাকা প্রিমিয়ার লিগে জয়ে ফিরল লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃহস্পতিবার রূপগঞ্জ ৭ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাব আগে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৭.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়। জবাবে শামীম হোসেন পাটোয়ারীর বিস্ফোরক ইনিংসে মাত্র ২৫.৩ ওভারে জয় নিশ্চিত হয় রূপগঞ্জের।

রূপগঞ্জের জয়ের নায়ক শামীম ২২ গজে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন। মাত্র ৪৩ বলে ৮৬ রান করেন শামীম। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৮ ছক্কায়। এছাড়া ওপেনার তৌফিক খান তুষার ৬৬ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করেন। ৮ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তৌফিক।

আরো পড়ুন:

লক্ষ্য নাগালে থাকায় ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলে সহজেই রূপগঞ্জকে জয় এনে দেন। বোলারদের অবদানও কম নয়। তারা উড়তে দেয়নি পারটেক্সকে। দলটির হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন অধিনায়ক মিজানুর রহমান। ৯১ বলে ১২ চার ও ২ ছক্কায় মিজানুর ইনিংসটি সাজান। এছাড়া তানভীর হায়দারের ব্যাট থেকে আসে ৩৬ রান।

বল হাতে রূপগঞ্জের সেরা স্পিনার শুভাগত হোম। ২৪ রানে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া পেসার শহীদুল ২৯ রানে ৩ উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও আব্দুল হালিম। মাশরাফি ৯ ওভার হাত ঘুরালেও কোনো উইকেট পাননি। ৯ ওভারে ১ মেডেনে ৩০ রানে ছিলেন উইকেটশূন্য।

ছয় ম্যাচে রূপগঞ্জের এটি পঞ্চম জয়। প্রতিযোগিতায় এক ম্যাচে তারা হেরেছে। পারটেক্সের ঠিক উল্টো। ছয় ম্যাচে তাদের পঞ্চম পরাজয়। 

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়