ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কোচের জন্য লিভারপুলকে গুনতে হবে ১ কোটি ২০ লাখ পাউন্ড 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ মার্চ ২০২৪  
কোচের জন্য লিভারপুলকে গুনতে হবে ১ কোটি ২০ লাখ পাউন্ড 

চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার অগ্রিম ঘোষণা দিয়ে রেখেছেন জার্গেন ক্লপ। এরপর ত্থেকেই তার জায়গা পূরণে উঠেপড়ে লেগেছে ইংলিশ ক্লাবটি। এবার তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিম। তাকে পেতে অবশ্য বড় অঙ্ক গুনতে হবে লিভারপুলকে। অঙ্কটা ১ কোটি ২০ লাখ লাউন্ড। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের।

ক্লপ বিদায় নিচ্ছেন, এমন খবরের পর লিভারপুলের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলোনসো। তবে আলোনসোকে ছাড়তে রাজি নয় ক্লাবটি। তিনিও লেভারকুজেনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই আমোরিমের দিকে নজর দেয় লিভারপুল।

টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, আমোরিমের ‘রিলিজ ক্লজ’ ১ কোটি ২০ লাখ পাউন্ড।। সেটা কেবল এ মৌসুমের জন্য। তবে লিভারপুল যদি ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করে, তবে এই দাম ৮০ লাখ ৫০ হাজার পাউন্ডে নেমে আসতে পারে। ইংলিশ ক্লাবটি সেদিকে যাবে না বলেই মনে হচ্ছে। কেননা আমোরিমকে লিভারপুলের নীতিনির্ধারকদের বেশ মনে ধরেছে।

আরো পড়ুন:

আমোরিমকে পাওয়া লিভারপুলের জন্য অবশ্য সহজ হবে না। কেননা লিসবনের হয়ে বেশ সফলতা দেখিয়েছেন আমোরিম। তার হাত ধরেই ১৯ বছর পর লিগ শিরোপা জিতেছে লিসবন। জিতেছে ঘরোয়া ফুটবলের একাধিক শিরোপাও। দলকে দারুণ সাফল্য এনে দেওয়া এক কোচকে ছাড়তে রাজি হবে না লিসবন। 

এদিকে আমোরিম ছাড়াও লিভারপুলের ভাবনায় আছেন ব্রাইটন কোচ রবার্তো ডি জেরবিও। তাকে পেতেও আমোরিমের সমপরিমাণ অর্থ খরচ হতে পারে ‘অল রেড’দের। এ ছাড়া জার্মানির কোচ জুলিয়ান নাগলসমানের ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়