ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ক্রুনাল-পুরান ঝড়ে লখনৌর চ্যালেঞ্জ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৩০ মার্চ ২০২৪   আপডেট: ২২:১৭, ৩০ মার্চ ২০২৪
ক্রুনাল-পুরান ঝড়ে লখনৌর চ্যালেঞ্জ 

কুইন্টন ডি কক ফিফটি করলেও সেটি ছিল কিছুটা ধীরগতির। শেষ দিকে সেটা পুষিয়ে দেন নিকোলাস পুরান-ক্রুনাল পান্ডিয়া। দুজনের ক্যামিওতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুইশ রানের চ্যালেঞ্জ ছুড়ে লখনৌ সুপার জায়ান্টস।

ভারতরত্ন অটল বিহারী বাজপায়ি স্টেডিয়ামে শনিবার টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯৯ রান করে লখনৌ। ক্রুনাল ২২ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। ৪টি চার ও দুটি ছয়ে তার ইনিংস সাজানো ছিল। 

সর্বোচ্চ ৫৪ রান আসে ডি ককের ব্যাট থেকে। ৩৮ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন ডি কক। এক প্রান্তে কক যখন আগলে রাখেন তখন লোকেশ রাহুল (১৫) দেবদূত পাডিক্কাল (৯) মার্কাস স্টয়নিসরা (১৯) ইনিংস লম্বা করতে পারেননি। 

আরো পড়ুন:

এরপর পুরান ঝড়ে ম্যাচে ফেরে লখনৌ। তিনি সমান ৩টি করে ছয়-চারের মারে ২২ বলে ৪৩ রান করেন। শেষ ২ ওভারে ৩ উইকেট না পড়লে লখনৌর রান আরও হতো। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্যাম কারান।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়