ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

দিল্লিতে খেলবে চেন্নাই, সুযোগ পাবেন মোস্তাফিজ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ১৮:০২, ৩১ মার্চ ২০২৪
দিল্লিতে খেলবে চেন্নাই, সুযোগ পাবেন মোস্তাফিজ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেছেন মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশী পেসার। তবুও আজ মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু কেন?

আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মোস্তাফিজের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কেননা পারফর্ম করেও দলের সমন্বয় আর কন্ডিশনের কারণে বাদ পড়ার নজির আছে অনেক খেলোয়াড়ের। মোস্তাফিজের বেলায় আজ তেমন কিছু ঘটলেও ঘটতে পারে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামের উইকেট মোস্তাফিজের জন্য আদর্শ। এদিকে দিল্লির উইকেটের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তাতে মোস্তাফিজের স্লোয়ার কাজ না করার সম্ভাবনাই বেশি। চেন্নাইয়ের পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস আছে। পেসারদের জন্য শুরুতে থাকবে সুইংও। সন্ধ্যার পর দেখা যেতে পারে শিশিরও।

আরো পড়ুন:

ডানহাতি-বাঁহাতি দ্বৈরথ ক্রিকেটে বেশ প্রচলিত। দিল্লির একাদশে বাঁহাতি হিসেবে খেলতে পারেন ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্ত, অভিষেক পোরেল ও অক্ষর প্যাটেল। সে হিসেবেও একজন ডানহাতি বোলার খুঁজতে পারে চেন্নাই। তাতে মোস্তাফিজের জায়গায় সুযোগ পেতে পারেন মঈন আলী। দিল্লির বিপক্ষে তার পরিসংখ্যানও ভালো, ৯ ম্যাচে ৭ উইকেট।

তবে মোস্তাফিজও বেশ এগিয়ে আছেন কয়েকদিক দিয়ে। প্রথমত, চেন্নাইয়ের আগের দুই ম্যাচের বল হাতে অবদান রেখেছেন। দ্বিতীয়ত, দিল্লির বিপক্ষে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে মোস্তাফিজের শিকার ৬ উইকেট। ইকোনমিও বেশ ভালো। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.২১। বাকি হিসেবনিকেশ হবে টসের পর। সেটারই অপেক্ষা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়