ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মোস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে চেন্নাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ২০:৪৯, ৩১ মার্চ ২০২৪
মোস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে চেন্নাই

চেন্নাইয়ের ঘরের মাঠে প্রথম দুই ম্যাচের পর আজ দিল্লি ক্যাপটালসের বিপক্ষে ম্যাচেও খেলছেন মোস্তাফিজুর রহমান। দিল্লিতে তৃতীয় ম্যাচ খেলতে নামছে চেন্নাই। ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে ঋতুরাজ গায়কোয়াডের দল।

আজ উইকেট বিবেচনায় মোস্তাফিজ খেলবেন কিনা এই নিয়ে সংশয় ছিল। তবে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারকে বাদ দেয়নি চেন্নাই। পুরনো দলের বিপক্ষে খেলতে নামছেন মোস্তাফিজ। গতবার তিনি এই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন

আজকের একাদশে চেন্নাই কোনো পরিবর্তন না আনলেও দিল্লি ক্যাপিটালসে পরিবর্তন আছে দুটি। পৃথ্বী শ আর ইশান্ত শর্মা খেলবেন আজ।

আরো পড়ুন:

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, রিজভি, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়