রদ্রিগোর জোড়া গোলে ব্যবধান বাড়ালো রিয়াল
স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। দুটি গোলই করেছেন রদ্রিগো।
এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়লো রিয়ালের। ৩০ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়াল আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাথলেটিক ক্লাব। আশা জাগিয়ে রাখলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে খেলার।
এদিন ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় বামদিক থেকে রদ্রিগোর বাকানো শট জালে জড়ায়। বিরতিতে যাওয়ার আগে ওরেলিয়াঁ চুয়ামেনি গোল পেয়েই গিয়েছিলেন। তার নেওয়া হেড অল্পের জন্য মিস হয়। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।
বিরতির পর পাল্টা আক্রমণে ওঠেন জুদে বেলিংহ্যাম ও রদ্রিগো। বেলিংহ্যামের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন রদ্রিগো। তাতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
ঢাকা/আমিনুল