ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাংলাদেশ সফরে আসছে ভারতের মেয়েরা, খেলা কখন কোথায়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:৩০, ৩ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সফরে আসছে ভারতের মেয়েরা, খেলা কখন কোথায়

চূড়ান্ত হয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর।  এই সিরিজে দুই দল খেলবে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচ হবে সিলেটে।

আজ বুধবার (০৩ মার্চ) দুপুরে এক বিবৃতি দিয়ে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ এপ্রিল সিলেটে পৌঁছাবে ভারত।

২৮ এপ্রিল থেকে  শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচে ৩০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। 
২ মে ও ৬ মে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে ম্যাচ দুটি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায়।

আরো পড়ুন:

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচের ন্যায় এটি হবে দিবাররাত্রির। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেই সিরিজটিতে ভারত অধিনায়ক নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন। আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন। যদিও এমন কাণ্ডে শাস্তির মুখোমুখি হন হারমনপ্রীত। 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়