টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কা জানাল, বাংলাদেশের বিপক্ষে কোনো দ্বৈরথ নেই
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: || রাইজিংবিডি.কম
শিরোপা হাতে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল উদযাপন কেমন করে সেটাই দেখার অপেক্ষায় ছিল সবাই। ক্যামেরার লেন্সও তাদের দিকে তাক করা ছিল। কিন্তু ধনাঞ্জয়া ডি সিলভা টেস্ট সিরিজের ট্রফি হাতে নিয়ে যখন সতীর্থদের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন প্রত্যেকের মুখে চওড়া হাসি। সিরিজ জয়ের আনন্দ ফুটে উঠছিল। কিন্তু শিরোপা উদযাপনে একেবারেই সাদামাটা অতিথিরা। এবার ভিন্ন কিছু করেননি। যেই উত্তাপ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ছিল টেস্টে তা ধরাই পড়েনি।
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ‘টাইমড আউট’ সেলিব্রেশন করে বাংলাদেশকে ‘তাচ্ছিল্য’ করেছিলেন ম্যাথুজ, আসালাঙ্কা, মেন্ডিসরা। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে মুশফিক, শান্ত, মিরাজরা তার প্রতিশোধ নেন। বাকি ছিল টেস্ট সিরিজ। সেখানে শ্রীলঙ্কা কোনো খোঁচাখুঁচি করল না। বরং হাসিমুখে ট্রফি নিয়ে তারা ফিরে যান ড্রেসিংরুমে। অধিনায়ক ধনাঞ্জয়া চলে আসেন সংবাদ সম্মেলনে।
এই দুই দল জুনেই আবার মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে একে অপরের বিপক্ষে খেলবে। দুই দলের মধ্যে যে দ্বৈরথ তাতে ম্যাচটা ভিন্ন আবহ তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। যেমনটা শেষ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে হয়েছিল। কিন্তু লঙ্কান অধিনায়ক মনে করছেন, বিশ্বকাপে এমন কিছুর সম্ভাবনা নেই। বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেই কোনো দ্বৈরথ।
ধনাঞ্জয়ার দাবি, ‘আমি মনে করি না (কেনো দ্বৈরথ আছে কিনা)। কোনো দ্বৈরথ নেই। এটা দুই দেশের মধ্যে একটা ম্যাচ মাত্র। খেলাটি আত্মার সাথে হওয়া উচিত এবং কঠোরভাবে খেলতে হবে। এই প্রতিদ্বন্দ্বীতা প্রতি ম্যাচেই হয়। এমন না যে শুধু বাংলাদেশের বিপক্ষেই।’
টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজ জিতে দারুণ খুশি ধনাঞ্জয়া, ‘আমরা জিততে পেরে খুশি। কিছু জায়গায় আমাদের আরো উন্নতির সুযোগ রয়েছে। আমরা সেসব নিয়ে দলের মধ্যে কথা বলেছি। কোচরা সেসব নিয়ে কাজ করছেন। আমরা যদি প্রতিদিন কিছু না কিছু উন্নতি করি, অন্তত ১ শতাংশ, তাহলে আমরা জয়ের অভ্যাস তৈরি করতে পারব।’
কামিন্দু মেন্ডিস চট্টগ্রামে ম্যাচ সেরা হয়েছেন। সঙ্গে দাপুটে পারফরম্যান্সে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন। সঙ্গে তরুণ নিশান মাদুশকাও আলো ছড়িয়েছেন। শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের নিয়ে ধনাঞ্জয়ার উচ্ছ্বাস টের পাওয়া গেল কণ্ঠে, ‘তারা শ্রীলঙ্কার সেরা টেস্ট খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। কামিন্দুকে আমরা ভষ্যিতের তারকা মনে করছি। আশা করছি তারা দুজনই ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারবে।’
চট্টগ্রাম/ইয়াসিন/বিজয়