ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

নিজেদের ‘তরুণ’ দল দাবি করে সময় দেওয়ার আহ্বান নাজমুলের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:৪৯, ৩ এপ্রিল ২০২৪
নিজেদের ‘তরুণ’ দল দাবি করে সময় দেওয়ার আহ্বান নাজমুলের

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে এই ম্যাচের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস দুই বছর সময় চেয়েছিলেন। নিজেদের তরুণ দল দাবি করে বলেছিলেন, ‘আমাদের দলটা তরুণ এবং অনভিজ্ঞ দল। এই মুহূর্তে একটাই কাজ আমাদের, ধৈর্য রাখা। এই গ্রুপটা অসাধারণ। তাদের এখনই বিচার না করে দুই বছরের সময় দিয়ে বিচার করা ভালো।’

নিক পোথাস যাদের উদ্দেশ্যে বলেছিলেন তাদের মধ্যে আছেন তরুণ জাকের, জয়, শাহাদাত, খালেদ, নাহিদ রানা, শরিফুল ইসলামরা। কিন্তু নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসানদের কিভাবে তরুণ দাবি করেন তিনি? শুধু পোথাসই নয়, বর্তমান টেস্ট স্কোয়াডকে অধিনায়ক শান্তও তরুণ দাবি করেছেন। তিনি নিজেও সময় দেওয়ার আহ্বান করলেন।

২০১৭ সালে টেস্ট অভিষেক হওয়া শান্ত আজ খেলেছেন ২৭তম টেস্ট। মুমিনুলের টেস্ট ক্যারিয়ার ৬১ ম্যাচের। সাকিব ৬৭, লিটন ৪১, মিরাজ ৪৩ এবং তাইজুল ৪৬ ম্যাচ খেলেছেন। অন্যদিকে জয় ১৩, শাহাদাত ৪, জাকির ৭ এবং খালেদ ১৪ টেস্ট খেলেছেন। অভিজ্ঞতায় এই চারজন পিছিয়ে থাকলেও বাকিরা লম্বা সময় টেস্ট ক্রিকেটে দিয়েছেন। তবুও শান্ত এই দলটিকে সময় দেওয়ার আহ্বান করলেন।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘মানসিকতার ব্যাপারে তরুণ দল। একদমই তরুণ বেশ কিছু নতুন খেলোযাড় কিন্তু খেলছে এই দলে। খুব বেশি অভিজ্ঞও না। ওই অভ্যাসটা হয়ত  খেলতে-খেলতে চলে আসবে। আমার মনে হয় যে খেলোয়াড়রা আছে সবার মধ্যে খেলার ইচ্ছাটা আছে, আগ্রহ আছে। কীভাবে তারা আরও ভালো ক্রিকেট খেলতে পারে। এই দলটা যদি আস্তে আস্তে আরও সময় যায় দেখবেন যে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারছে।’

বাংলাদেশের পরবর্তী টেস্ট ম্যাচ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ভারত ও পাকিস্তান সফর করবে। বছর শেষে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর। অক্টোবরে জাতীয় লিগ দিয়ে আবার নতুন মৌসুম শুরু হবে। এর মধ্যে টেস্ট দলের খেলোয়াড়দের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ নেই। টেস্ট দলের খেলোয়াড়দের ব্যস্ত রাখতে দরকার যথেষ্ট ‘এ’ দলের সিরিজ।

শান্ত সেই দাবিও করে রাখলেন, ‘আমার কাছে যে জিনিসটা সবচেয়ে কার্যকরী মনে হয় তখনই, যখন আমরা কোনো সিরিজ খেলতে যাওয়ার আগে ওই জায়গায় ‘এ’ টিমের সাথে বাংলাদেশ ‘এ’ টিম পাঠাইতে পারে। তাহলে যারা শুধু টেস্ট খেলছে বা যারা শুধু একটা দুইটা ফরম্যাটে থাকে তারা ম্যাচ খেলার সুযোগ পাবে। তাহলে কন্ডিশন ও প্রস্তুতি ভালো হবে। যারা তিন ফরম্যাটে খেলে তাদের জন্য কঠিন। তাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। যারা শুধু টেস্ট খেলে, আমরা ‘এ’ টিম যদি পাঠাতে পারি তাহলে এই জায়গায় আরেকটু উন্নতি হবে।’

সঙ্গে প্রথম শ্রেণির উইকেট আরো ভালো করার জোর দাবিও তুললেন শান্ত, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটটা যদি আরেকটু ভালো হয়, যেরকম কন্ডিশনে আমরা খেলব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারি, তাহলে ভালো। ওই চ্যালেঞ্জটা যদি ঘরোয়া ক্রিকেটে পেয়ে যাই তাহলে ভালো হবে।’

চট্টগ্রাম/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়