শ্রীলঙ্কার কাছে হেরে এক ধাক্কায় চার থেকে সাতে নামলো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনতির মুখে পড়েছে বাংলাদেশ। সেরা পাঁচ ছেড়ে আরও দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে অবস্থান করেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশকে সাতে ঠেলে দিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারানোর পর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা জেতে ১৯২ রানে। দুই ম্যাচেই বিশাল ব্যবধানে জেতায় লঙ্কানদের উন্নতি হয়েছে ঢের। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে দুটিতে জয়ের পাশাপাশি দুটিতে হেরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কার পয়েন্ট ছিল শূন্য। টানা দুই ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ।
এদিকে বাংলাদেশ চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশে টেস্ট খেলেছে ৪টি। এর মধ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে এক টেস্টে জিতেছিল। তাতে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চারে। সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০। ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। দুইয়ে আছে অস্ট্রেলিয়া (৬২.৫০) ও তিনে নিউ জিল্যান্ড (৫০)।
ঢাকা/বিজয়