ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আর্সেনালকে হটিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ লিভারপুলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৪ এপ্রিল ২০২৪  
আর্সেনালকে হটিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ লিভারপুলের

বুধবার রাতে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল লুটন সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলে নিয়েছে আর্সেনাল। কিন্তু এই শীর্ষস্থান কতোক্ষণ দখলে থাকবে তাদের?

লিভারপুলের সামনে সুযোগ আছে আর্সেনালকে হটিয়ে শীর্ষে ফেরার। আজ বৃহস্পতিবার রাতে লিভারপুল মুখোমুখি হবে ২০ দলের মধ্যে একদম তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেডের। যারা এ পর্যন্ত ২৯ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ২০টিতে। ১৫ পয়েন্ট নিয়ে আছে একদম তলানিতে।

ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের বিপক্ষে লিভারপুল জয় তুলে নিবে সেটাই অনুমিত। আর জিতলে ২ পয়েন্টে এগিয়ে যাবে আর্সেনালের চেয়ে। ২৯ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে দ্বিতীয় স্থানে। শেফিল্ডের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৭০। তাতে আর্সেনালের চেয়ে ২ এবং তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাবে অলরেডরা।

আরো পড়ুন:

বুধবার রাতে ঘরের মাঠে আর্সেনাল ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করে। গোলটি করেন অধিনায়ক মার্টিন ওদেগার্ড। ৪৪ মিনিটে লুটনের দাইকি হাশিওকার আত্মঘাতী গোলে আর্সেনাল এগিয়ে যায় ২-০ গোলে। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়