ভুল থেকে ‘ফুল’ হয়ে ফোটা শশাঙ্ককে নিয়ে যা বললেন প্রীতি
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন আলোচিত নাম শশাঙ্ক সিং। আইপিএলের নিলামে থেকেই তাকে নিয়ে চলছে আলোচনা। পাঞ্জাব কিংসকে জিতিয়ে সেই আলোচনার ছলতেটা আরেকটু উসকে দিলেন এই ব্যাটসম্যান। এবার এই আলোচনায় যোগ দিলেন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা।
আইপিএলের মাত্র ২০ লাখ রূপিতে শশাঙ্ক সিংকে দলে ভেড়ায় পাঞ্জাব। কিন্তু বিড করার পরক্ষণেই তাদের খেয়াল হলো যে, যাকে তারা চেয়েছে সেই তরুণ শশাঙ্ককে পায়নি। পেয়েছে একই নামের আরেকজনকে। যার ফলে তারা সেটি বাতিল করতে চায়। কিন্তু জানিয়ে দেওয়া হয় একবার খেলোয়াড় কিনে ফেললে তাকে আর বাতিল করা যাবে না।
সেই শশাঙ্কই ভুল থেকে হয়ে উঠলেন ফুল। বুধবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে দলকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করে পাঞ্জাবকে জিতিয়ে হলেন ম্যাচের সেরা খেলোয়াড়। এমন পারফর্ম্যান্সের পর তাকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে গণমাধ্যমগুলোতে। এবার সেই শশাঙ্ককে প্রশংসায় ভাসিয়েছেন প্রীতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেইজে প্রীতি লিখেন, ‘নিলামে যা হয়েছিল সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকের দিনটিকে উপযুক্ত বলে মনে হচ্ছে৷ওই পরিস্থিতিতে (নিলামের বিড) বেশিরভাগই মানুষই আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু শশাঙ্ক না! তিনি অনেক মানুষের মতো নন। তিনি সত্যিই বিশেষ একজন।’
প্রীতি আরও লিখেন, ‘শুধু একজন খেলোয়াড় হিসেবে তার দক্ষতার কারণে নয় বরং তার ইতিবাচক মনোভাব এবং অবিশ্বাস্য মানসিকতার কারণেও তিনি বিশেষ। আমাদের দেখিয়েছিলেন যে তিনি কী দিয়ে তৈরি, এবং এর জন্য আমি তাকে সাধুবাদ জানাই। তার প্রতি আমার প্রশংসা এবং সম্মান রয়েছে।’
‘আমি আশা করি তিনি সকলের কাছে উদাহরণ হয়ে থাকবেন। জীবন একেক সময় ভিন্ন দিকে মোড় নেয় এবং যেমন চাইবেন তেমনটি হবে না। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন সেটাই আসল! তাই শশাঙ্কের মতো নিজের উপর বিশ্বাস রেখে চলুন এবং আমি নিশ্চিত আপনি জীবনের খেলায়ও “ম্যান অফ দ্য ম্যাচ” হবেন।’
উল্লেখ্য যে, ম্যাচে রান তাড়া করতে নেমে ১২.২ ওভারে ১১১ রানেই ৫ উইকেট হারায় পাঞ্জাব। এরপর মাঠে নামেন শশাঙ্ক। সেখান থেকে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ২৯ বল মোকাবিলা করে ৬টি চার ও ৪ ছক্কায়, ২১০.৩৪ স্ট্রাইক রেটে ৬১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ঢাকা/বিজয়