ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সাইফের সেঞ্চুরিতে তামিমদের চ্যালেঞ্জ ছুড়ল সাকিববিহীন শেখ জামাল  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:১৩, ৬ এপ্রিল ২০২৪
সাইফের সেঞ্চুরিতে তামিমদের চ্যালেঞ্জ ছুড়ল সাকিববিহীন শেখ জামাল  

অলক কাপালিকে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে বাউন্ডারির বাইরে পাঠিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নবম বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সাইফ হাসান। সেঞ্চুরিতে তার গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে শেষদিকে ঝড় তুলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে বড় লক্ষ্য এনে দেন জিয়াউর রহমান-ইয়াসির আলী রাব্বি। 

শনিবার (৬ এপ্রিল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৯৩  রান করে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা শেখ জামাল। 

শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন পেসার হাসান মাহমুদ। ইয়াসির-জিয়া দুজনকে ফেরান মাত্র ৩ রান দিয়ে। না হয় তিনশ ছুঁতে পারতো ধানমন্ডির ক্লাবটি। অবশ্য দুজনে ৬৫ রানের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। জিয়া ৩২ বলে ৩৯ ও ইয়াসির ২২ বলে ২৭ রান করেন।

আরো পড়ুন:

শেখ জামালের শুরুটা হয় দারুণ। ওপেনিং জুটি থেকে আসে ৯১ রান। সৈকত আলীর ৪৩ রানের আউটে ভাঙে জুটি। আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি এসে ৪২ রানে ফিরলেও অপর প্রান্তে থাকা সাইফ ছিলেন অবিচল। তিনি থামেন সেঞ্চুরি হাঁকিয়ে। ১০৭ বলে দেখা পান শতকের। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১১৫ রান। ১২টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজানো ছিল। 

ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১১ বলে ৭ রান করে ফেরেন তিনি। তবে অন্য ব্যাটাররা রান করায় সমস্যায় পড়তে হয়নি দলকে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার আগে শেখ জামালের হয়ে নিয়মিত খেললেও আজ খেলেননি সাকিব। ঢাকা লিগে সাকিব-তামিম লড়াই দেখতে পারেনি দর্শকরা। 

শেষ ওভারে দারুণ বোলিং করলেও হাসান ছিলেন খরুচে। ১০ ওভারে ৬৪ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা-রুবেল হোসেন।

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়