ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

৮ উইকেটের জয়ে আবাহনীর নয়ে নয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৬ এপ্রিল ২০২৪  
৮ উইকেটের জয়ে আবাহনীর নয়ে নয়

আবাহনীর জয়রথ ছুটছে। ঢাকা প্রিমিয়ার লিগে টানা নবম ম্যাচে জয় পেয়েছে শিরোপাধারীরা। শনিবার নবম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ ২৮.৩ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায়। জবাবে আবাহনী ১০.৪ ওভারে ২ ‍উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

আবাহনীর আজকের জয়ের নায়ক পেসার তানজিম হাসান সাকিব। ৭.৩ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম ৩ ও তাসকিন আহমেদ ২ উইকেট পেয়েছেন। জাতীয় দলের তিন পেসারকে নিয়ে দল সাজানো আবাহনী শক্তিতে অনেক এগিয়ে। রূপগঞ্জের ব্যাটিংয়ের চেহারা দেখলেই তা বোঝা যায়।

আরো পড়ুন:

দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া শহিদুল ইসলাম করেন ১৭ রান। ১৫ রানের দুটি ইনিংস খেলেন মাশরাফি বিন মুর্তজা ও ইমরানুজ্জামান।

লক্ষ্য তাড়ায় আবাহনীর ব্যাটসম্যানরাও দাপট দেখান। আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে দ্রুত জয়ের কাজ সারেন তারা। ৩৪ বলে ৩৭ রানের ইনিংস খেলতে এনামুল হক বিজয় ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫ চার ও ৪ ছক্কায় ২৬৬.৬৭ স্ট্রাইক রেটে ইনিংসটি সাজান। ড্রেসিংরুমে ফেরেন নাঈম শেখ (৪) ও তাওহীদ হৃদয় (১০)।

অনেক আগেই আবাহনীর সুপার লিগ নিশ্চিত হয়েছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে তারা শিরোপা ধরে রাখার মিশনে ছুটছে বেশ দাপটের সঙ্গেই। ৯ ম্যাচে ৭ জয়ে আবাহনীর পর দ্বিতীয় স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়