ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

তলানির দলের কাছে পয়েন্ট হারালো পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৭ এপ্রিল ২০২৪  
তলানির দলের কাছে পয়েন্ট হারালো পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ১৮ দলের মধ্যে ১৮তম অবস্থানে আছে ক্লেরমন্ট ফুট। চলতি মৌসুমে ২৮ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র চারটিতে। সেই ক্লেরমন্টের বিপক্ষেই কিনা শনিবার রাতে পয়েন্ট হারালো তাদের চেয়ে ৪২ পয়েন্টে এগিয়ে থাকা প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্লুজ অ্যান্ড রেডরা। 

পিএসজির মাঠে এদিন ৩২ মিনিটে লিড নেয় ক্লেরমন্ট। এ সময় অ্যালান ভার্জিনিয়াসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন হাবিব কেইটা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তলানির দলটি।

বিরতির পর ৮৫ মিনিটে সমতা ফেরায় পিএসজি। এ সময় কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন গনকালো রামোস। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

আরো পড়ুন:

এই ড্রয়ে ২৮ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্টের চেয়ে এগিয়ে আছে ২৩ পয়েন্টে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়