ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

‘শাহীন আফ্রিদিকে আরও সময় দেওয়া উচিত ছিল’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৫৪, ৭ এপ্রিল ২০২৪
‘শাহীন আফ্রিদিকে আরও সময় দেওয়া উচিত ছিল’

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। বাবর সরে যাওয়ায় শাহীন আফ্রিদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এক সিরিজ ব্যর্থ হতেই আবারও বাবরের দ্বারস্থ হয় তারা। ব্যাপারটা তাড়াহুড়ো হয়ে গেছে বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ।

শনিবার লাহোরে এক ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাকা আশরাফ। সেখানেই শাহীন আফ্রিদিকে অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকা বলেন, ‘শাহীনকে আরও কিছু সময় দেওয়া উচিত ছিল, অন্তত এক বছর, যাতে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পারফরম্যান্স বিশ্লেষণ করা যেতে পারে।’

জাকা আশরাফের মেয়াদেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। বোর্ড থেকেও চাপ ছিল বলে তখন জানা গিয়েছিল। ব্যাপারটা ব্যাখ্যা করে জাকা আরও বলেন, ‘বাবরকে অধিনায়ক থেকে সরাতে চেয়েছি কারণ আমরা দেখেছি যে অধিনায়ক হিসেবে সে চাপে থাকে। এই কারণেই আমরা শাহীনকে অধিনায়ক করেছি যাতে সে (বাবর) ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করতে পারে।’

আরো পড়ুন:

বাবরকে এক ফরম্যাটে রাখতে চেয়েছিলেন জানিয়ে সাবেক পিসিবি প্রধান আরও বলেন, ‘আমরা বাবরকে টেস্ট অধিনায়ক রাখতে চেয়েছিলাম কিন্তু সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেয়া তার নিজের সিদ্ধান্ত ছিল। এখন যেহেতু পিসিবি তাকে আবারও ফিরিয়ে এনেছে, তার জন্য আমার শুভকামনা রইলো।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়