ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

লিটনকে ‘খোলা মনের মানুষ’ হতে পরামর্শ খালেদ মাহমুদের 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:২৯, ৭ এপ্রিল ২০২৪
লিটনকে ‘খোলা মনের মানুষ’ হতে পরামর্শ খালেদ মাহমুদের 

ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সংবাদকর্মীদের হোটেল থেকে বের করে দিয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এর আগে-পরে নানা সময়ে সংবাদমাধ্যমে অদ্ভুত কথা বলে শিরোনাম হয়েছিলেন তিনি। শুধু সংবাদমাধ্যমে নয়, সতীর্থ হতে শুরু করে বাইরের দুনিয়ার সঙ্গে লিটন অন্তর্মুখী কিংবা নিজেকে রিজার্ভ করে রাখেন।

তাকে এসব থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। রোববার (৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন খালেদ মাহমুদ। এ সময় লিটনকে সবার সঙ্গে খোলা মনে থাকার পরামর্শ দেন তিনি।  

খালেদ মাহমুদ বলেন, ‘লিটন ছোটবেলা থেকে যেরকম ছিল একটু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, একটু রিজার্ভ হয়ে গেছে। এগুলো থেকে বের হতে হবে আসলে। আমার মনে হয় যে তার এগুলো নিয়ে কাজ করা প্রয়োজন।’ 

আরো পড়ুন:

‘আচরণগত কথাটা আমি বলতে চাই না। আমি বলতে চাই সবার সাথে একটু মেশা, আরেকটু সময় দেওয়া ক্রিকেটকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি সবারই পেশাদার জীবন রয়েছে, তারও। লিটন আগে বিবাহিত ছিল না, এখন বিবাহিত, পরিবার আছে, সবই আছে। কিন্তু ক্রিকেট তার পেশা। এখানে আরেকটু সময় ব্যয় করা, ক্রিকেটকে সময় দেওয়া’-আরও যোগ করেন খালেদ মাহমুদ।   

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্স করে বাদ পড়েন লিটন। মাঝে এসে খেলেন ঢাকা প্রিমিয়ায়র লিগ। এরপর আবার টেস্ট খেলতে চলে যান সিলেটে। সিলেটে প্রথম টেস্টেও ছিলেন ব্যর্থ, দ্বিতীয় টেস্টেও (৪ ও ৩৮) সুবিধা করতে পারেননি। এবার ঢাকা লিগেও চেয়েছিলেন বিরতি, আবাহনীর কোচও বিরতি দিতে কার্পণ্য করেননি। 

খালেদ মাহমুদের বিশ্বাস, লিটন দ্রুতই ফিরবে স্বরূপে, ‘ক্রিকেটটা মানসিকতার খেলা। লিটনের তো টেকনিক পরিবর্তন হয়নি, ট্যাকটিক্যালি হয়তো চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে। লিটনের মতো খেলোয়াড় যখন মনে করে তার বিরতি দরকার। এটাকে সম্মান জানাতে হবে। আমি বিশ্বাস করি সে শক্তিশালী হয়ে ফিরবে।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়