ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নাহিদের গতির ঝড়, রিশাদের ঘূর্ণি জাদু 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:১০, ৭ এপ্রিল ২০২৪
নাহিদের গতির ঝড়, রিশাদের ঘূর্ণি জাদু 

সুর্যের দেখা মেলেনি বললেই চলে। ঝরেছে বৃষ্টি। মিরপুর শের-ই-বাংলায় জ্বলেছে ফ্লাডলাইটও। এমন ম্যাচে গতির ঝড় তুলেছেন নাহিদা রানা, ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষকে দিশেহারা করেছেন রিশাদ হোসেন। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বৃষ্টির কারণে ওভার কমে যায় ৭টি। টস হেরে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪২ রান করে। তাড়া করতে নেমে নাহিদ-রিশাদের তোপে ৩৫ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট হয় গাজী। ৮০ রানে জিতে হাসি মুখে মাঠ ছাড়ে শাইনপুকুর। ৯ ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। অন্যদিকে সমান ম্যাচে গাজীর এটি চতুর্থ হার। 

নাহিদ ৯ ওভারে ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ৭ ওভারে সমান উইকেট নেন রিশাদ। দুজনে ম্যাচ শেষ করে দেন। ১টি করে উইকেট নেন আরাফাত সানি ও হাসান মুরাদ। 

গাজীর হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সাব্বির হোসেন। ২০ রান আসে মঈন খানের ব্যাট থেকে। আর কেউ এর বেশি করতে পারেননি। পাঁচ ব্যাটার আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। 

এর আগে ইরফান শুক্কুর ও খালিদ হাসানের ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে শাইনপুকুর। সর্বোচ্চ ৮৪ রান আসে শুক্কুরের ব্যাট থেকে। ৭৫ বলে ৮টি চার ও ২টি ছয়ে এই রান করেন তিনি। 

৬৩ রান আসে খালিদের ব্যাট থেকে। তবে তার ইনিংস ছিল ধীরগতির। বল হজম করেন ৯৯টি। ৫টি চার ও ১টি ছয়ে এই রান করেন তিনি। এ ছাড়া জিসান আলম করেন ২০ রান। গাজীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুয়েল মিয়া। ২টি করে উইকেট নেন আব্দুল গাফফার-মঈন খান।

ঢাকা/রিয়াদ/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়