ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

জয়ে চোখ চেন্নাইয়ের, আজ কি খেলবেন মোস্তাফিজ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৪৭, ৮ এপ্রিল ২০২৪
জয়ে চোখ চেন্নাইয়ের, আজ কি খেলবেন মোস্তাফিজ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরু থেকেই মাঠে নামার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুর তিন ম্যাচেই ছিলেন বাংলাদেশী পেসার। তবে ভিসার কাজে বাংলাদেশে আসায় সবশেষ ম্যাচটি খেলতে পারেননি। গতকাল চেন্নাইয়ে পৌঁছেছেন মোস্তাফিজ। তবে কি আজকের ম্যাচে তাকে দেখা যাবে?

আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। রাত ৮টায় ম্যাচটি হবে চেন্নাইয়ের ঘরের মাঠে। জয়ের খোঁজে থাকা চেন্নাই এই ম্যাচে মোস্তাফিজকে খেলবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে খেলার সম্ভাবনাই বেশি। এর পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে।

যেহেতু চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা। সে হিসেবে মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা বেশ জোরালো । কেননা, চিপকের এম চিদাম্বারাম স্টেডিয়ামের পিচ মোস্তাফিজের জন্য আদর্শ। এর আগের দুই ম্যাচে বল হাতে এই মাঠে ভেলকি দেখিয়েছেন কাটার মাস্টার। দুই ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। তাই আজও তাকে একাদশে রাখতে পারে চেন্নাই।

আগের ম্যাচেই করুণ পরাজয় হয়েছে চেন্নাইয়ের। দলের মূল বোলাররা তেমন একটা ভালো করতে পারেননি। তাই আজ জয়ের ধারায় ফিরতে মোস্তাফিজকে খেলাতে পারে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। তবে চূড়ান্তভাবে মোস্তাফিজের খেলা না খেলা নির্ভর করেছেন ম্যানেজমেন্টের ওপর। বিমান ভ্রমণের ধকল কাটিয়ে উঠতে পারলে খেলতে পারেন তিনি। 

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। অনেকটা সময় নিজের দখলে রেখেছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পার্পল ক্যাপ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ