ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

ঈদের ছুটিতে দেশের ক্রীড়াঙ্গন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:৪১, ৮ এপ্রিল ২০২৪
ঈদের ছুটিতে দেশের ক্রীড়াঙ্গন

নিজের গাড়ি ড্রাইভ করে রাজশাহীর পথে তাইজুল ইসলাম। শনিবারের ঘটনা। ঈদের ছুটি তার একটু আগেই শুরু হয়েছে। 

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন চোটে পড়েন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। লিগামেন্টের চোটে পড়েছেন তাইজুল। তাই ঢাকা লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নবম রাউন্ডে খেলা হয়নি তার। তাইজুলের ছুটি আগেভাগে শুরু হলেও বাকিদেরটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোমবার থেকে। 

জাতীয় দলের খেলা নেই। নেই ঘরোয়া ক্রিকেটের ব‌্যস্ততাও। ক্রিকেটারদের এবারের ঈদ কাটবে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে। এরই মধ‌্যে অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে। সেখানেই চলছে তাদের ঈদ প্রস্তুতি। ঈদের পর শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা ও জিম্বাবুয়েকে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি। ১৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শুরু হবে। ১৮ এপ্রিল জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হওয়ার কথা রয়েছে। ২৩ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে ক্যাম্প। 

আরো পড়ুন:

শুধু ক্রিকেটে নয় দেশের ক্রীড়াঙ্গনেই ঈদের ছুটির হাওয়া লেগেছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অনেক আগেই ফুটবলারদের ছেড়ে দিয়েছে। ঈদের ছুটি তাই আগেভাগেই শুরু হয়েছে তাদের। ঢাকা প্রয়োজনমাফিক কাজ সেরে অনেকেই ফিরেছেন বাড়িতে। এছাড়া ঢাকায় যারা ঈদ করবেন তারা পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। ঈদের পর ১৫ তারিখ থেকে ফের শুরু হবে লিগের খেলা। 

তবে দ্বিতীয় স্তরে বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগের খেলা আগামীকাল মঙ্গলবারও অনুষ্ঠিত হবে। বাফুফে এলিট একাডেমি খেলবে উত্তরা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। নোফেল স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাব। ঈদের আগে পেশাদার ফুটবলের এই দুই ম্যাচই কেবল অনুষ্ঠিত হবে। 

নারী ফুটবলাররাও লম্বা ছুটি পেয়েছেন। পহেলা এপ্রিলের পর থেকেই তাদের ঈদের ছুটি শুরু হয়। শেষ হবে ১৫ এপ্রিল। সেদিনই তারা ক্যাম্পে যোগ দেবেন।

এদিকে হকিতে চলছে প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচ। ঈদের পর ১৫ এপ্রিল থেকে আবার শুরু হবে হকির শিরোপার যুদ্ধ। যে লড়াইয়ে এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩২। সমান ম্যাচে আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট ২৮। ফলে মোহামডোনের বাকি তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতলেই চ্যাম্পিয়ন। মোহামেডানের শেষ তিন ম্যাচই বড় প্রতিপক্ষ মেরিনার্স, আবাহনী ও উষা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়