ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আইপিএল খেলে ভারতে টেস্ট সিরিজের প্রস্তুতি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:২৯, ১০ এপ্রিল ২০২৪
আইপিএল খেলে ভারতে টেস্ট সিরিজের প্রস্তুতি!

নিউ জিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি মনে করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার মধ্য দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া সম্ভব। উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও উইকেটের চরিত্র বুঝতে আইপিএলের সময়টা বেশ কাজে আসছে বলেই বিশ্বাস করেন সাউদি।

বলে রাখা ভালো নিউ জিল্যান্ডের অধিনায়ক নিজে আইপিএল খেলছেন না। তার আট সতীর্থ আছেন এবারের আইপিএলে। যারা নিয়মিত জাতীয় দলে খেলছেন। সেই তালিকায় আছেন রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস। তাদের অভিজ্ঞতা অক্টোবরে টেস্ট সিরিজে কাজে লাগবে বলে বিশ্বাস করেন সাউদি।

ভারতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি নিউ জিল্যান্ড। টেস্ট জয়ের সংখ্যাটাও কম। ৩৬ টেস্ট খেলে জয় কেবল ২টি। সবশেষটা আবার ৩৬ বছরের আগে। এ প্রজন্মের কেউই ভারতের মাটিতে তাদেরকে হারাতে পারেনি। তাই এবারের টেস্ট সিরিজকে সাউদিরা বেশ গভীরভাবে নিচ্ছেন। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ বলে কোনো পয়েন্ট হাতছাড়া করতে চায় না কিউইরা।

আরো পড়ুন:

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে সাউদি বলেছেন, ‘আমি মনে করি, সারা বিশ্ব থেকে আসা ক্রিকেটাররা আইপিএল খেলেই উপমহাদেশ বিশেষ করে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে। আম মনে করি, সব মিলিয়ে ক্রিকেটের জন্যই আইপিএল খুব বড় এক ব্যাপার।’

ওয়ানডে বিশ্বকাপের উদাহরণ টেনে সাউদি যোগ করেন, ‘আমরা শেষ বিশ্বকাপে আইপিএলে খেলার সুবিধা দেখিছি। বেশিরভাগ ক্রিকেটার যারা লম্বা সময় ধরে আইপিএল খেলেছে তারা এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। এটা ভালো দিক যে সারাবিশ্ব থেকে ক্রিকেটাররা এসে দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারছে।’

সঙ্গে তরুণ ক্রিকেটাররা বড় প্ল্যাটফর্ম পাচ্ছে নিজেদের মেলে ধরার সেই দিকটিও তুলে ধরেছেন কিউই অধিনায়ক , ‘সারা বিশ্ব থেকেই মেধাবী ক্রিকেটাররা ভারতে আসছে। আনকোরা অনভিজ্ঞ ক্রিকেটাররা বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। বিদেশি খেলোয়াড়েরা আবার এমন অন্য সব বিদেশির সঙ্গে খেলছে আগে, যা আপনি চিন্তাও করতে পারতেন না।’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়