ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কলকাতার ‘মিলিট্যান্ট’ কোচ নিয়ে গম্ভীর বললেন, ‘বিতর্ক শুনিনি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১৪ এপ্রিল ২০২৪  
কলকাতার ‘মিলিট্যান্ট’ কোচ নিয়ে গম্ভীর বললেন, ‘বিতর্ক শুনিনি’

চন্দ্রকান্ত পণ্ডিত ও গৌতম গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ‘মিলিট্যান্ট’ কোচ বলে মন্তব্য করেছিলেন দলটির সাবেক ক্রিকেটার ডেভিড ভিসে। তার দাবি ছিল, চন্দ্রকান্ত পণ্ডিতের আচরণ ছিল অনেকটাই মিলিটারি শাসকের মতো, যা ড্রেসিংরুমে দমবন্ধ করা পরিবেশ তৈরি করেছিল। বিশ্বের নানা প্রান্তে খেলে আসা ক্রিকেটারদের বারবার নির্দেশ দিতেন কোচ, সেটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়েছিল খেলোয়াড়দের পক্ষে। 

আইপিএল খেলার শুরুতে এমন বিস্ফোরক মন্তব্য করায় চন্দ্রকান্তকে নিয়ে প্রবল আলোচনা হচ্ছিল। যদিও গত মাসের শেষ সপ্তাহে কলকাতার অলরাউন্ডার আন্দ্রে রাসেল এমন মন্তব্য উড়িয়ে দিয়েছিলেন। গতকাল কলকাতার মেন্টর গৌতম গম্ভীরও জানালেন, চন্দ্রকান্তকে নিয়ে তিনি কোনো বিতর্ক শোনেননি তিনি। 

গম্ভীর ও চন্দ্রকান্তের সম্পর্ক কেমন, সেটা নিয়ে খবর উঠেছে। দুজন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতে পেরেছেন কি না, সেটা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। গম্ভীর সেই আলোচনা অনেকটাই থামিয়ে দিলেন, ‘আমি তাকে নিয়ে কোনো বিতর্ক শুনিনি। পণ্ডিতের সঙ্গে আমার কাজের সম্পর্ক খুব ভালো। পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে সফল কোচ। সে কারণেই কেকেআরের কোচ হয়েছেন। এখনও পর্যন্ত ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।’ 

আরো পড়ুন:

নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসে অভিযোগ করে বলেছিলেন, ‘মাঠের বাইরে অনেক কিছুই চলছিল। অনেক সময়, ড্রেসিংরুমের পরিবেশটা খুব কঠোর মনে হত। কারণ, কোচ বদলের পর ড্রেসিংরুমেও অনেক কিছু পাল্টে গিয়েছিল। অনেক নতুন নিয়ম শুরু করেছিলেন কোচ। ভেবেছিলেন, তাতে হয়তো সাফল্য আসবে। কিন্তু, এত নিয়মের বেড়াজাল পছন্দ হয়নি বিদেশি ক্রিকেটারদের। ভারতের ঘরোয়া ক্রিকেটে মিলিট্যান্ট কোচ হিসেবেই তিনি পরিচিত। কিন্তু, যেসব বিদেশি ক্রিকেটার সারা দুনিয়ায় খেলেছে, তাদেরকে কী পোশাক পরা উচিত, কী কাজ করতে হবে, এসব নির্দেশ দেওয়া যায় না।’

জানিয়ে রাখা ভালো, গত আসরে ভিসে তিনটি ম্যাচ খেললেও সেভাবে ছাপ ফেলতে পারেননি। তাই, তাকে ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট। এবার আইপিএলের শুরুতে এমন মন্তব্য করায় অবাক হয়েছেন অনেকেই। 

তবে আন্দ্রে রাসেল চন্দ্রকান্তকে নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশে দাঁড়িয়েছেন তার। তিনি বলেছেন, ‘গতবার থেকে ওর সঙ্গে আমরা কাজ করছি। প্রথমবার কোনো কোচের সঙ্গে কাজ করতে হলে তার দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হয়। কিছু নিয়ম থাকে। আমরা পেশাদার। আমাদের নালিশ, অভিযোগ করতে নেই। আমরাও কোনো ধরনের নালিশ করছি না।’

ইয়াসিন/রফিক 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়