ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

তামিমের সঙ্গে বৈঠকের পর শান্ত বললেন, ‘উনি থাকলে দলের অনেক সুবিধা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৫৭, ১৫ এপ্রিল ২০২৪
তামিমের সঙ্গে বৈঠকের পর শান্ত বললেন, ‘উনি থাকলে দলের অনেক সুবিধা’

তামিম ইকবালের সঙ্গে নিজেদের ড্রেসিং রুমে বসে কথা বলেছেন আবাহনী লিমিটেডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখনো ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হয়নি। নিজের ম্যাচসেরার পুরস্কার নিতে মোসাদ্দেক হোসেনকে পাঠান শান্ত। কিন্তু, ম্যাচ রেফারি তাতে বাধ সাধেন। পরে তড়িঘড়ি করে পুরস্কার নিতে আসেন শান্ত। দ্রুত ফেরেন ড্রেসিং রুমে। ফেরার সময় গণমাধ্যমকর্মীদের অনুরোধ না রেখে শান্ত বলেন, মিটিং শেষে কথা বলব। 

তামিমের সঙ্গে কথা শেষ করে শান্ত আবার বৈঠকে বসেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। এতে গণমাধ্যমকর্মীদের ঔৎসুক্য আরও বাড়ে। হঠাৎ করে কী এমন হচ্ছে। ততক্ষণে বিকেল পেরিয়ে গড়ায় সন্ধ্যা। 

সোমবার (১৫ এপ্রিল) শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ম্যাচ ছাপিয়ে তামিম-শান্তর বৈঠক আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়ায়। কী কথা হয়েছে দুজনের? এমন প্রশ্নে সাংবাদিকদের শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক।’

কিন্তু, এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেননি সংবাদকর্মীরা। ঘুরিয়ে-পেঁচিয়ে এই প্রসঙ্গ আবার আনলে শান্ত বলেন, ‘ভাই আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয়, আপনারা জানতে পারবেন। আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু ভালো করতে পারি, সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু নয়। জাস্ট দেখা করা।’ 

গত বছর বিশ্বকাপের আগে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তামিম। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট খেলছেন না পাক্কা এক বছর। বোর্ডের সঙ্গে বৈঠকের ওপর নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা না ফেরা। 

বর্তমানে তিন সংস্করণে নেতৃত্বে থাকা শান্ত কী মনে করেন তামিমের ফেরা নিয়ে? তিনি বলেন, ‘তামিম ভাই থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে, তখন আপনারা জানতে পারবেন।’

তামিম দলে ফিরবেন কি না, এই প্রশ্নের উত্তরে শান্ত বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের দিকে। তিনি বলেন, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয়। এটা নির্বাচকরা দেখবেন। আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি। যখনই উনি ব্যাটিং করেন, উপভোগ করি।’

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর পরেই যুক্তরাষ্ট্র সিরিজ, বিশ্বকাপ। ওয়ানডের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। তামিম যদি ফেরেন, তাহলে অপেক্ষা করতে হবে বছরের শেষ মাস পর্যন্ত। তবে, ওয়ানডে নিয়ে পরিকল্পনায় আপাতত হাঁটছেন না শান্ত। 

নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ওয়ানডে অনেকদিন পর। এই মুহূর্তে এটা নিয়ে পরিকল্পনা নেই। কিন্তু, উনার যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশকিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’

তামিমের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন শান্ত। মাত্র ৮৫ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি পেলেও টেস্টে ছিলেন ফ্লপ। এবার ঢাকা লিগে পেলেন সেঞ্চুরির দেখা। 

শান্ত বলেন, ‘ভালো লেগেছে। ম্যাচ জিততে পেরেছি। প্রত্যেকটা ম্যাচে অবদান রাখতে পারলে ভালো লাগে। আজকে অবদান রাখতে পেরেছি। সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন… ওটা পরের কথা। পরের ম্যাচ শেখ জামালের সঙ্গে। ওই ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি…সবাই ভালো অবস্থায় আছে। আশা করি পরের ম্যাচটা ভালো হবে।’

 রিয়াদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়