ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বৃষ্টি আইনে দুই ম্যাচের ফয়সালা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৫৮, ১৬ এপ্রিল ২০২৪
বৃষ্টি আইনে দুই ম্যাচের ফয়সালা

তপ্ত গরমে যখন চারিদিকে হাসফাঁস অবস্থা। তখন বৈশাখের এক পাশলা বৃষ্টি দিয়ে যায় স্বস্তির পরশ। তবে ওই হঠাৎ বৃষ্টির দাপটে ঢাকা প্রিমিয়ার লিগের দুই ম্যাচের ফলে প্রভাব রেখেছে। বৃষ্টি আইনে ফয়সালা হয়েছে দুই ম্যাচ। 

বিকেএসপি’র ৩ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৫ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। পাশের ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৩০ রানে জয় পায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

দুই মাঠেই ছিল ব্যাটসম্যানদের দাপট। রুপগঞ্জ টাইগার্সের অধিনায়ক শামসুর রহমান শুভ পেয়েছেন সেঞ্চুরির দেখা। ৯৩ বলে ৪ চার ও ৮ ছক্কায় ১০৬ রান করেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ৯২ বলে ৮১ রানের ইনিংস খেলেন ৭ চার ও ৪ ছক্কায়। তাদের ব্যাটে রুপগঞ্জ ৮ উইকেটে ২৯৭ রানের পুঁজি পায়। 

আরো পড়ুন:

বৃষ্টি আইনে সিটি ক্লাব ৪১ ওভারে ২৬৬ রানের লক্ষ্য পায়। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৬০ রানের বেশি করতে পারেনি তারা। সিটি ক্লাবের হয়ে ঝড় তুলেছিলেন সাজ্জাদুল হক রিপন। ৩৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৩৯ রান করেন। কিন্তু জয়ের হাসি হাসতে পারেননি তিনি। রুপগঞ্জ টাইগার্সের হয়ে ৩২ রানে ৪ উইকেট নেন স্পিনার আরাফাত সানী।

আরেক পাশে দিনের শুরুতে ঝড় তোলেন গাজী গ্রুপের হাবিবুর রহমান সোহান। ৫৫ বলে ৮১ রান করেন ৯ চার ও ৫ ছক্কায়।  সঙ্গে সাব্বির হোসেন শিকদার ৭৮ বলে ৭৪ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ ৭ উইকেটে ৩৪৪ রানের বিশাল পুঁজি পায়। ব্রাদার্সের সামনে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩০৯। বিবর্ণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও তারা ভালো করতে পারেনি। ১৭৮ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। তাতে ১৩০ রানের বিশাল জয় পায় গাজী গ্রুপ।

বল হাতে আব্দুল গাফফার সাকলায়েন ৩৪ রানে ৪ উইকেট নেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এটি ১০ ম্যাচে ষষ্ঠ জয়। সুপার লিগে যেতে হলে তাদের শেষ রাউন্ডের ম্যাচে জিততে হবে।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়