পাকিস্তানের বিপক্ষে নিয়মিত খেলাটা হবে দারুণ কিছু: রোহিত
পাকিস্তানের বিপক্ষে ভারত সবশেষ ২০১২-১৩ মৌসুমে খেলেছিল কোনো দ্বিপাক্ষিক সিরিজ। এরপর রাজনৈতিক কারণে গেল এক যুগ ধরে এসিসি ও আইসিসি’র ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না দল দুটি। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা চান দেশ দুটি নিয়মিত খেলুক। ভারত-পাকিস্তানের নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলাটা হবে দারুণ কিছু।
অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভন আয়োজিত এক পডকাস্টে রোহিত বলেছেন, ভারত-পাকিস্তান আবার নিয়মিত খেলা শুরু করলে বিষয়টিকে তিনি খুব পছন্দ করবেন। রোহিতের কাছে গিলক্রিস্ট ও ভন জানতে চান, ভারত-পাকিস্তানের নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলা ক্রিকেটের জন্য উপকারী কিনা। জবাবে রোহিত বলেন, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি সেটা।’
পাকিস্তানের প্রশংসা করে ভারতের অধিনায়ক বলেন, ‘পাকিস্তান খুবই ভালো টেস্ট দল। যাদের আছে শক্তিশালী বোলিং ইউনিট। ভারতের ব্যাটসম্যানরা তাদের মোকাবিলা করতে সব সময় আগ্রহী। ভারত নিরপেক্ষ ভেন্যু কিংবা বিদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেললেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে নিঃসন্দেহে। পাকিস্তানের বিপক্ষে খেলাটা হবে দারুণ কিছু।’
রোহিতের কাছে ভন জানতে চান যে এসিসি ও আইসিসি’র ইভেন্টের বাইরেও তিনি পাকিস্তানের বিপক্ষে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চান কিনা? জবাবে রোহিত বলেন, ‘অবশ্যই। আমি সেটা পছন্দ করবো। দিনশেষে আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি মনে করি এই দুটি দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। আইসিসি ইভেন্টে আমরা তাদের বিপক্ষে খেলি, সেটা ব্যাপার না। আসলে আমি নির্ভেজাল ক্রিকেট খেলতে চাই। এর বাইরে আর কোনো কিছুতে আমার আগ্রহ নেই। ঝামেলামুক্ত ক্রিকেট, বল ও ব্যাটের লড়াই। যেখানে হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।’
ঢাকা/আমিনুল