ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

এল ক্লাসিকো

উড়ন্ত রিয়ালের মুখোমুখি ছন্নছাড়া বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২১ এপ্রিল ২০২৪  
উড়ন্ত রিয়ালের মুখোমুখি ছন্নছাড়া বার্সেলোনা

দুই দলের অবস্থান দুই মেরুতে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যখন একের পর এক ম্যাচ জিতে উড়ে চলছে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তখন নিজেদের হারিয়ে খুঁজছে। এই অবস্থায়ই আজ লা লিগার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই স্প্যানিশ ক্লাব। দর্শকরা স্বাক্ষী হতে যাচ্ছেন আরেকটি এল ক্লাসিকোর।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে দুই দলের জন্যে সমীকরণও দুই মেরুতে। বার্সা-রিয়ালের বর্তমান পয়েন্টের ব্যবধান ৮। আজ বার্সা জিতলে দুই দলের ব্যবধান কমে আসবে ৫ পয়েন্ট। তবুও শিরোপা জেতার সম্ভাবনা নির্ভর করবে অনেক যদি কিন্তুর ওপর।

অন্যদিকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়াল জয়োত্সব করতে পারলে ওলটপালট হয়ে যাবে সব সমীক্করণ। তখন ১১ পয়েন্ট এগিয়ে যাওয়া রিয়ালের শিরোপা উত্সব করাটা হবে শুধু সময়ের ব্যাপার! তবে এতো সহজেই সেটা হতে দিতে রাজি না বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।

আরো পড়ুন:

রিয়ালকে সমীহ করলেও লড়াইয়ে বিন্দুমাত্র কমতি রাখবেন না বলেই বার্সা কোচের হুশিয়ার, ‘আমাদের কাছে মৌসুমের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। শীর্ষে থাকা দলকে চাপে রাখতে আমাদের জিততে হবে। রিয়ালকে সমীহ করেই কথাটা বলছি। ৩১ ম্যাচে তারা হেরেছে মোটে একটি। তাদের সংখ্যাটা দুর্দান্ত।’

এদিকে জয়ের ধারবাহিকতা ধরে রেখে আজ রাতেই শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলতে চান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘লা লিগা জয়ের খুব কাছে যাওয়ার এটা সুবর্ণ সুযোগ। তবে আমরা জানি কাজটা কঠিন। বার্সেলোনা কঠিন প্রতিপক্ষ। চিরায়ত ক্লাসিকোর মতোই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ, সমানে সমান লড়াই হবে।’

আজ ফুরফুরে মেজাজেই খেলতে নামবে রিয়াল। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌছে গেছে তারা। সেই সঙ্গে লা লিগার শিরোপাও হাতছানি দিচ্ছে। বিপরীতে বার্সেলোনা বিদায় নিয়েছে ইউরোপের মর্যাদার আসর থেকে। সেই সঙ্গে তাদের সামনে উঁকি দিচ্ছে সবশেষ তিন ক্লাসিকোর ফলাফল। তিনটিতেই জিতেছে রিয়াল। আজ আরেকটির সুযোগ।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়