ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

‘আইপিএলে চাপ কম, বাংলাদেশে বেশি’ -মনে করেন শরিফুল 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২২ এপ্রিল ২০২৪  
‘আইপিএলে চাপ কম, বাংলাদেশে বেশি’ -মনে করেন শরিফুল 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রস্তাব পেয়েও যেতে পারেননি বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংক্ষিপ্ত সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়ায় মূলত শরিফুলের আইপিএলে খেলার স্বপ্ন পূরণ হয়নি। 

আইপিএলের চলতি মৌসুমে বাংলাদেশের হয়ে প্রতিনিধত্ব করছেন একমাত্র মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন দ্য ফিজ। সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন ষষ্ঠ স্থানে।

শরিফুল প্রতিনিয়ত মোস্তাফিজের সঙ্গে কথা বলেন। তার প্রতিটা বলই দেখেন তিনি। সোমবার (২২ এপ্রিল) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। মোস্তাফিজ প্রসঙ্গ এলে এই ডানহাতি পেসার বলেন, ‘মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ম্যাচের পরের দিন কথা হয়।’ 

আরো পড়ুন:

আইপিএলে দারুণ বোলিং করলেও মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচে রান দিয়েছেন ৪০ এর বেশি। উইকেট পেয়েছেন দুটি। বাদ পড়েন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে। কিন্তু আইপিএলে এমন সাফল্যের রহস্য কি? 

শরিফুল মনে করেন আইপিএলে বাংলাদেশের চেয়ে চাপটা কম, ‘আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন। কারণ, ওখানে চাপটা খুব কম আরকি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’

২০২৩ সালেও লাল-সবুজের জার্সিতে খুব একটা ধারাবাহিক ছিলেন না মোস্তাফিজ। ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮ উইকেট, আর ২১ ওয়ানডেতে নিয়েছেন সমান ২১ উইকেট।

‘উনি (মোস্তাফিজ) তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়ত আশানুরূপ করতে পারেননি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে। কারণ, শেষ কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করতেছিল। উনি ভালো করতেছেন হয়তবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচ করতে পারেননি।’ 

এদিকে বরাবরের মতো ঢাকা লিগে গতির ঝড় তুলছেন শরিফুল। বৈচিত্রময় বোলিংয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এভাবেই চালিয়ে যেতে চান এই পেসার, ‘অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে। কিন্তু আমি ওইদিকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা ধারবাহিকভাবে করতে চাই।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়