ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিলক-নেহালে লড়াকু পুঁজি পেলো মুম্বাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২২ এপ্রিল ২০২৪  
তিলক-নেহালে লড়াকু পুঁজি পেলো মুম্বাই

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। জয়পুরে আজ সোমবার ৫২ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট।

দলীয় ৬ রানে রোহিত শর্মা (৬), একই রানে ইশান কিষাণ (০), ২০ রানের সময় সূর্যকুমার যাদব (১০) ও ৫২ রানের মাথায় মোহাম্মদ নবী ফিরেন ২৩ রান করে।

সেখান থেকে দলের হাল ধরেন তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরা। তারা দুজন ৯৯ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৫১ পর্যন্ত নিয়ে যান। দলীয় এই রানে নেহাল ফিরেন ২৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করে। ১৭০ রানের সময় হার্দিক পান্ডিয়ার (১০) উইকেট হারায় মুম্বাই।

১৭৬ রানের সময় শেষ ওভারের প্রথম বলে আউট হন তিলক। যাওয়ার আগে ৪৫ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে যান। শেষ পর্যন্ত মুম্বাই ৯ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ পায়।

বল হাতে সন্দীপ শর্মা ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫টি উইকেট নেন। ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়