ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পন্ত-অক্ষর ঝড়ে দিল্লির বড় সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৪ এপ্রিল ২০২৪  
পন্ত-অক্ষর ঝড়ে দিল্লির বড় সংগ্রহ

ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেলের ঝড়ো ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করেছে তারা। জিততে গুজরাটকে করতে হবে ২২৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক (২৩) ও ৩৬ রানের সময় পৃথ্বি’শ (১১) আউট হন। ৪৪ রানের সময় ফিরে যান শেই হোপও (৫)।

সেখান থেকে অক্ষর ও পন্ত ৬৮ বলে দলীয় সংগ্রহে ১১৩ যোগ করেন। ১৫৭ রানের সময় অক্ষর ফিরেন ৪৩ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে।

আরো পড়ুন:

এরপর পন্ত ও ট্রিস্টান স্টাবস পঞ্চম উইকেটে মাত্র ১৮ বলে দলীয় সংগ্রহে ৬৭ রান যোগ করেন। তাতে দিল্লির সংগ্রহ ২০০ পেরিয়ে ২২৪ পর্যন্ত যায়। পন্ত ৪৩ বলে ৫টি চার ও ৮ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন। আর স্টাবস মাত্র ৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন।

বল হাতে সন্দীপ ওয়ারিয়ের ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৩ ওভারে ৩৬ রান দিয়ে ১টি উইকেট নেন নূর আহমদ।

আগের ৮ ম্যাচের মাত্র ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে দিল্লি আছে টেবিলের অষ্টম স্থানে। আর ৮ পয়েন্ট নিয়ে গুজরাট আছে ষষ্ঠ স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়