ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মেসির সাবেক সতীর্থ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৫ এপ্রিল ২০২৪  
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মেসির সাবেক সতীর্থ

হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় কার্লোস তেভেজ। তবে হাসপাতালে থাকতে থাকতে হয়নি তাকে। যদিও সতর্কতা হিসেবে একদিন রেখে দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর কিছু ধরা না পড়ায় দ্রুত ছাড়া পেয়েছেন তেভেজ।

তেভেজের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেন্ডেডিয়েন্তে। বুধবার সামাজিক মাধ্যমে তারা জানায়, মেডিকেল পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ বছর বয়সী সাবেক ফুটবলার। শীঘ্রই তিনি অনুশীলনের যোগ দেবেন বলে আশা করছে ক্লাব। 

আর্জেন্টিনার হয়ে মেসির সঙ্গেই একসঙ্গে খেলেছেন তেভেজ। জাতীয় দলের জার্সিতে ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের হয়ে। জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ, দুটি ইতালিয়ান সিরি-আ’র শিরোপা।

আরো পড়ুন:

২০২১ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে নাম লেখান তেভেজ। ২০২২ সালে আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালের কোচ হিসেবে পথচলা শুরু হয় তার। গত আগস্টে তিনি দায়িত্ব নেন ইন্ডিপেন্ডেডিয়েন্তের। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়