ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ব্রাইটনকে উড়িয়ে দুইয়ে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:১৫, ২৬ এপ্রিল ২০২৪
ব্রাইটনকে উড়িয়ে দুইয়ে ম্যানসিটি

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইটা বেশ জমে উঠেছে। তাতে আরেকটি জয়ে এগিয়ে গেল ম্যানসিটি। এবার তারা হারালো ব্রাইটনকে। প্রতিপক্ষের জালে স্রেফ গোল বন্যা বইয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে ম্যাচটি তারা জিতেছে ৪-০ ব্যবধানে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে দুই অর্ধে মিললো দুটি করে গোল। প্রথমার্ধে চমৎকার গোলে কেভিন ডে ব্রুইনে দলকে এগিয়ে নেওয়ার পর দুই অর্ধে দুটি গোল করেন ফিল ফোডেন। শেষে চতুর্থ গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

নিজেদের মাঠে অবশ্য শুরুতে দাপট দেখায় ব্রাইটন। ম্যাচের প্রথম সুযোগটিও তৈরি করে তারা। তৃতীয় মিনিটে ড্যানি ওয়েলবেকের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন এডারসন। এরপরই শুরু হয় সিটির ঝড়। তাতে সপ্তদশ মিনিটে এগিয়ে যায় সিটি। কাইল ওয়াকারের ক্রসে হেডে গোলটি করেন ডি ব্রুইন।

আরো পড়ুন:

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। ফিল ফোডেনের ফ্রি-কিকে বল ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এই ভুল শোধরানোর সুযোগ না দিয়ে আবারও এগিয়ে যায় সিটি। ব্রাইটনের গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে সিটি। তাতে ৬২তম মিনিটে স্কোরারের খাতায় নাম লেখান আলভারেজ। প্রথমে গোলের জন্য চেষ্টা করেছিলেন কাইল ওয়াকার। ইংলিশ তারকার শট ব্রাইটন গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেওয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এই জয়ে ৩৩ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৭৬। এক ম্যাচ বেশি খেলে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাইটন।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়