ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গেইল-বোল্টের সঙ্গে এবার যুবরাজও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৬ এপ্রিল ২০২৪  
গেইল-বোল্টের সঙ্গে এবার যুবরাজও


ইতোমধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়েছেন ক্রিস গেইল ও উসাইন বোল্ট। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন যুবরাজ সিংও। ভারতের এই বিশ্বকাপ জয়ী তারকাকেও শুক্রবার শুভেচ্ছাদূত হিসেবে অন্তর্ভূক্ত করেছে আইসিসি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে ২০০৭ বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজকেও শুভেচ্ছাদূত করলো আইসিসি। তার মতো একজন তারকা শুভেচ্ছাদূত হওয়া নিঃসন্দেহে বিশ্বকাপের জন্য দারুণ কিছু হবে।

শুভেচ্ছাদূত হয়ে যুবরাজ বলেছেন, ‘আমার অত্যন্ত প্রিয় কিছু স্মৃতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে পেয়েছি। বিশেষ করে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো। সুতরাং এবারের মতো বড় একটি আসরের অংশ হতে পারাটা আমার জন্য খুবই উচ্ছ্বসিত হওয়ার মতো বিষয়।’

আরো পড়ুন:

‘ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো জায়গা। সেখানে খেলা দেখতে যেসব দর্শকরা আসেন তারা সম্পূর্ণ ইউনিক। পাশাপাশি ক্রিকেট এবার ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। এমন একটি বর্ধিত বিশ্বকাপের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।’

‘নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ নিঃসন্দেহে এই বছরের সবচেয়ে বড় কিছু হতে যাচ্ছে। এটা দেখতে পারা সত্যিই একটা অগ্রাধিকার, যেখানে নতুন একটি স্টেডিয়ামে সেরা সেরা খেলোয়াড়রা খেলবেন।’

আগামী ১ থেকে ২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের অংশগ্রহণে ৯টি ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়