ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শিরোপার দৌড়ে আরও পেছালো লিভারপুল, হোঁচট খেলো ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৩০, ২৮ এপ্রিল ২০২৪
শিরোপার দৌড়ে আরও পেছালো লিভারপুল, হোঁচট খেলো ম্যানইউ

এমন সুযোগ লিভারপুলের সামনে চলতি মৌসুমে আর আসবে কিনা, সেটাই বড় প্রশ্ন হয়ে ধরা দিয়েছে। কেননা শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয় দরকার ছিল। কিন্তু পারলো না জার্গেন ক্লপের শিষ্যরা। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।

জ্যারড বোয়েনের গোলে সফরকারীরা পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন অ্যান্ডি রবার্টসন। এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়েও যায় তারা। তবে আন্তোনিওর গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পয়েন্ট হারাল লিভারপুল। এর মধ্যে হার ও ড্র দুটি করে, জয় একটি। ৩৫ ম্যাচে ২২ জয় ও ৯ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিনেই আছে লিভারপুল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। 

আরো পড়ুন:

এদিকে দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠেই তাদেরকে রুখে দিয়েছে বার্নলি।ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। আন্তোনির গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ছেকি আমদুনি।

এই ড্রয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা আগেই ফিকে হয়ে গেছে ম্যানইউর। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে নিউক্যাসল ইউনাইটেড। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাস্টন ভিলা। দুই ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে টটেনহ্যাম হটস্পার।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়